চলে গেলেন অভিনেতা চিন্ময় রায়
চলে গেলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট অভিনেতা চিন্ময় রায়। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন বাংলা সিনেমার এই প্রখ্যাত অভিনেতা।
রবিবার রাত ১০টার দিকে পশ্চিমবঙ্গের সল্টলেকে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। এদিন রাতে খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।
বেশকিছু দিন ধরেই সিনেমা জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন চিন্ময়। বিশেষ করে স্ত্রীর মৃত্যুর পর তাকে খুব বেশি আর ছবিতে দেখা যায়নি। বছর খানেক আগে নিজের ফ্ল্যাটের সামনে থেকে তাকে আহতাবস্থায় উদ্ধার করা হয়। তার পায়ে ও মাথায় গুরুতর চোট লাগে। সেই থেকেই তিনি অসুস্থ ছিলেন।
থিয়েটারের মঞ্চ থেকে অভিনয় শুরু করে এক সময় সিনেমাতে দাপিয়ে অভিনয় করেছেন চিন্ময় রায়। তপন সিংহের ‘গল্প হলেও সত্যি’ দিয়ে শুরু করেই সবার নজর কাড়েন তিনি। এরপর ‘মৌচাক’, ‘হাটেবাজারে’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘বসন্ত বিলাপ’, ‘গুপী গাইন বাঘা বাইন’-এর মতো অসংখ্য ছবিতে তিনি দাপিয়ে অভিনয় করেছেন।
আজ সোমবার তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে