১৯৬টি শো নিয়ে কানাডায় ‘যদি একদিন’র রেকর্ড
কানাডাতে প্রথমবারের মতো সর্বাধিক ১৯৬টি শো নিয়ে প্রথম সপ্তাহ শুরু করছে 'যদি একদিন'। ২২ মার্চ কানাডা দিয়েই শুরু হচ্ছে বিশ্ববাজারে 'যদি একদিন' সিনেমার যাত্রা। স্বপ্ন স্কেয়ারক্রো-র পরিবেশনায় বিশ্ববাজারে ১৪ তম বাংলাদেশি সিনেমা 'যদি একদিন'।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এবং মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত 'যদি একদিন' ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান, কলকাতার শ্রাবন্তী ও 'ঢাকা অ্যাটাক' খ্যাত তাসকিন।
কানাডার সব বড় শহরে টরন্টো, মিসিসাগা, অটোয়া, ক্যালগেরি, এডমন্টন, ভ্যানকুভার, উইনিপেগ, সাস্কাটুন এর একটি করে 'সিনেপ্লেক্সে' চলবে সিনেমাটি।
স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজিব বলেন, এর আগে কানাডায় বাংলাদেশি সিনেমার ব্যবসায়ে ‘আয়নাবাজি’র রেকর্ড ভেঙেছে 'দেবী'। পারিবারিক গল্পে নির্মিত সিনেমা 'যদি একদিন'এর সে রেকর্ড ভেঙে ফেলার সম্ভাবনা রয়েছে।
স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন বলেন, দেশে মুক্তি পেয়ে যদি একদিন দর্শক-সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। আশা করছি, কানাডায় বড় সফলতা পাবে যদি একদিন।
সিনেমার নির্বাহী প্রযোজক দেওয়ান শামসুর রাকিব বলেছেন, দেশে দ্বিতীয় সপ্তাহে এসে যদি একদিন সিনেমার হল সংখ্যা আরো বেড়ে গেছে। কানাডায় স্বপ্ন স্কেয়ারক্রো এর পরিবেশনায় ছবিটি সবচেয়ে বেশি হল নিয়ে যাত্রা করছে জেনে আমরা খুবই আনন্দিত।
ছবির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ 'যদি একদিন' টিমের পক্ষ থেকে কানাডার দর্শকদের শুভেচ্ছা জানিয়ে হলে এসে সিনেমা উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন।
কানাডায় 'যদি একদিন' সিনেমার অগ্রিম টিকেট পাওয়া যাবে ২০ মার্চ থেকে অনলাইনে ও সংশ্লিষ্ট সিনেমা হলের কাউন্টারে। স্বপ্ন স্কেয়ারক্রোর release of bangla movies in Canada ফেসবুক পেজে আপডেট থাকছে সবসময়। অনলাইনে টিকেট কিনতে https://www.cineplex.com/Movie/jodi-ekdin-bengali-west
কানাডায় 'যদি একদিন' এর হল তালিকা
টরন্টো
১। সিনেপ্লেক্স এগিন্টনটাউন সেন্টার, ওয়ার্ডেন এন্ড এগিন্টন
মিসিসাগা
২। সিনেপ্লেক্স কোর্টনিপার্ক ড্রাইভ ইস্ট
অটোয়া
৩। সিনেপ্লেক্স স্কসিয়াব্যাঙ্ক থিয়েটার, গোউচেস্টার
ক্যালগেরি
৪। সিনেপ্লেক্স সানরিজ স্পেকট্রাম
এডমন্টন
৫। সিনেপ্লেক্স সিনেমা সিটি মুভিজ ১২
উইনিপেগ
৬। সিনেপ্লেক্স সিনেমাসিটি নর্থগেইট
গ্রেটার ভ্যানকুভারঃ
৭। সিনেপ্লেক্স স্ট্রবেরিহিল, সারে
সাস্কাটুনঃ
৮। সিনেপ্লেক্স অডিওন, ৩৫১০৮ স্ট্রিট ইস্