এনটিভিতে অর্ষার ‘টিকিট কাউন্টার’
নাজিয়া হক অর্ষা একের পর এক নাটকে অভিনয় করেই চলেছেন। ‘টিকিট কাউন্টার’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এতে তাঁর চরিত্রের নাম কাজলী।
পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নিয়াজ মাহবুব। এনটিভিতে আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে।
এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ সমাপ্তি মাসুক, আবুল খায়ের সবুজ, মাহবুব মোর্শেদ শামীম, শারমিন প্রীতি প্রমুখ।
অর্ষা বলেন, ‘আমরা যে ধরনের নাটকে এখন বেশি কাজ করছি এ কাজটা সম্পন্ন ভিন্ন। দর্শক অন্যরকম বিনোদন পাবেন।’
‘টিকিট কাউন্টার’-এর গল্পে দেখা যাবে, ‘শহরতলীর পুরোনো জীর্ণ সিনেমা হল। ঠিক বাজারের পাশের এই সিনেমা হলে টিকেট বিক্রেতা হিসেবে কাজ করে মাঝ বয়সী মইনু। বোকাসোকা সরল মানুষ মইনুর সংসারে তার আর কেউ নেই।
অন্যদিকে, তরুণ যুবক জামাল খুবই ধুরন্ধর। তারও যোগাযোগ এই সিনেমা হলকে কেন্দ্র করে। সে টিকিট কালোবাজারি করে। জামাল ভালোবাসে কাজলী নামের এক মেয়েকে। জামাল একদিন মইনুর কাছে ছুটে এসে জানায় কাজলীর বাপ তার বিয়ে দিয়ে দিচ্ছে। যে করেই হোক এই বিয়েটা ভাঙতে হবে। মইনু যদি একবার যায় জামালের পক্ষ নিয়ে কথা বলতে। অগত্যা মইনু রাজি হয়ে একদিন যায় কাজলীর বাড়িতে। আর ঠিক সেদিনই কাজলীকে বউ সাজিয়ে মইনু ফিরে আসে গ্রামে। এরপর শুরু হয় নতুন গল্প।’