নোবেলের প্রথম প্লেব্যাক নিয়ে ভক্তদের প্রতিক্রিয়া
টলিউডের প্রোডাকশন শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে সৃজিত মুখার্জির পরিচালনায় নতুন ছবি ‘ভিঞ্চি দা’র একটি গান ‘তোমার মনের ভেতর’ গেয়েছেন বাংলাদেশের গায়ক নোবেল। আজ রোববার গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। গানটির কথা ও সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত তারকা অনুপম রায়।
নোবেলের প্রথম মৌলিক প্লেব্যাক গানটির জন্য অপেক্ষায় ছিলেন তাঁর অসংখ্য ভক্ত। কারণ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নোবেল আগেই জানিয়েছিলেন গানটি ৩১ মার্চ প্রকাশ হবে।
অবশেষে কথা অনুযায়ী আজ ৩১ মার্চ সকালে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। এরপর থেকে দুই বাংলায় প্রশংসার জোয়ারে ভাসছেন নোবেল। অনুপম রায়ও ফেসবুকে গানের লিংক শেয়ার করে লিখেছেন “‘তোমার মনের ভেতর যাই, মুখের ভিড়ে মুখোশ পাই!’ নোবেলের প্রথম প্লেব্যাক।”
গানটির লিংকের মন্তব্যের ঘরেও ভক্তদের অসংখ্য শুভেচ্ছাবার্তা পাচ্ছেন নোবেল। শাহাদাত হাসান নামের একজন লিখেছেন, ‘আজ যেন মনে হচ্ছে পরীক্ষার শেষে ফলাফল বেরুনোর সেই উত্তেজনা। তুমি প্রথম হয়েই আছ। আর এবারেও প্রথমই হবে। আরো পরিশ্রম করো নিষ্ঠার সঙ্গে। জীবনের লড়াইয়ে প্রথম তোমাকেই হতে হবে। আমাদের সবার ভালোবাসা দোয়া তোমার সঙ্গে আছে।’
অনিমেষ ঘোষ লিখেছেন, ‘এই গানটার জন্য অনেক দিন থেকেই অপেক্ষা করছি।‘ প্রদীপ্ত সাহা বলেন, ‘নোবেলের প্রথম প্লেব্যাক গানের অপেক্ষায় ছিলাম এত দিন।‘ নোবেলকে টলিউডে স্বাগত জানিয়েও অনেকে ভালো মন্তব্য করেন।
ভারতীয় চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ দিয়ে এখন রীতিমতো তারকা বাংলাদেশের মাঈনুল আহসান নোবেল। দুই বাংলাতেই তৈরি হয়েছে তাঁর ভক্ত ও অনুসারী। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, গজল, দেশের গান ছাড়াও বাংলা ব্যান্ড সংগীতের গান গেয়ে ব্যাপক সাড়া জাগিয়েছেন নোবেল। তাঁর ভক্তদের ধারণা, জেমসের গানের কাভার নোবেলের কণ্ঠেই দারুণ মানায়।