প্রকাশিত : ৪ এপ্রিল, ২০১৯ ১৮:১০

নতুন আরো একশ সিনেমা হল তৈরির পরিকল্পনা

অনলাইন ডেস্ক
নতুন আরো একশ সিনেমা হল তৈরির পরিকল্পনা
গতকাল জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য দিচ্ছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

‘তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা ও প্রসারের লক্ষ্যে দেশের সব উপজেলায় মাল্টিপারপাস কালচারাল কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। এর আওতায় প্রথম পর্যায়ে শিগগিরই দেশের ১০০টি উপজেলায় এটি বাস্তবায়ন হবে। সেখানে আপনারা প্রজেক্টরের মধ্য দিয়ে চলচ্চিত্র প্রদর্শন করতে পারবেন। বর্তমানে দেশে ১৬৪টি সিনেমা হল থাকলে তার সঙ্গে আরো ১০০ সিনেমা হল যুক্ত করতে পারেন।’ গতকাল বুধবার জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসি আয়োজিত ‘বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং উত্তরণের উপায়’ শীর্ষক এই সেমিনারে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী কে এম খালিদ আরো বলেন, ‘বাংলাদেশে যে সিনেমা হলগুলো রয়েছে, তার জন্য প্রজেক্টর কিনতে পাঁচ কোটির মতো টাকা প্রয়োজন। আমি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সাহেবের কাছে অনুরোধ করব, আপানি এই টাকাটা ব্যবস্থা করে দিন।’

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, ‘পাঁচ কোটি টাকা খুব বেশি টাকা নয়। আমরা চাইলে তা দিতে পারি। তবে যেহেতু উনারা সিনেমা হল দিয়ে ব্যবসা করবেন, তাই সিনেমা হল মালিকদের আমরা দীর্ঘ মেয়াদে স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করব। টাকা দান করব না। দানের টাকায় কাজ করলে মানুষের দায় থাকে না।’

শিল্পমন্ত্রী আরো বলেন, ‘২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা করার পর থেকে প্রতিবছর ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হচ্ছে। নতুন এসএমই নীতিমালা অনুযায়ী, সর্বোচ্চ ৫০ কোটি টাকা ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। চলচ্চিত্র-সংশ্লিষ্টরা এ সুযোগ নিতে পারেন।’

জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) লক্ষ্মণ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্মাতা মতিন রহমান। আলোচনা করেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র প্রদর্শক মিয়া আলাউদ্দিন এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

উপরে