একই মঞ্চে দেখা মিলবে শাকিব ও অপুর
একসঙ্গে বড় পর্দায় শাকিব ও অপু জুটিকে দর্শক দেখেন না অনেক দিন। দর্শকপ্রিয় এই জুটিকে আজ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) একটি অনুষ্ঠানের মঞ্চে দেখা যাবে।
সংগঠনটির সুবর্ণজয়ন্তীকে ঘিরে আজ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নবনির্মিত আর্কাইভ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে বাচসাস চলচ্চিত্র পুরস্কার বিতরণের ৩৯তম আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এমনটিই জানিয়েছেন বাচসাসের সভাপতি আবদুর রহমান।
এই অনুষ্ঠানের মঞ্চে নাচ পরিবেশন করবেন অপু বিশ্বাস। চলচ্চিত্রের তিনটি গানে তাঁকে নাচতে দেখা যাবে। অন্যদিকে, একই মঞ্চে ‘সত্তা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা পুরস্কার নেবেন শাকিব খান। সংগীত পরিবেশন করবেন আসিফ আকবর, আঁখি আলমগীর প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
১৯৭৪ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম চলচ্চিত্রবিষয়ক পুরস্কার প্রদান শুরু করে বাচসাস। ১৯৭২-৭৩ সালের চলচ্চিত্রের জন্য এ পুরস্কার দেওয়া হয়। গত পাঁচ বছর নানা কারণে বাচসাস পুরস্কার দেওয়া সম্ভব হয়নি। সংগঠনটির ৫০ বছর পূর্তি উপলক্ষে গত পাঁচ বছরের পুরস্কার একসঙ্গে প্রদান করা হবে আজ।