প্রকাশিত : ৭ এপ্রিল, ২০১৯ ১৬:৩২

অভিনয়ের পাশাপাশি ৪০টি ছবিতে প্লেব্যাক করেছিলেন টেলি সামাদ

অনলাইন ডেস্ক
অভিনয়ের পাশাপাশি ৪০টি ছবিতে প্লেব্যাক করেছিলেন টেলি সামাদ

ঢালিউডের হাসির রাজা খ্যাত জনপ্রিয় কৌতুকাভিনেতা টেলি সামাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার তুখোড় ছাত্র টেলি সামাদের ছিল অভিনয়ের নেশা। তার আসল নাম আবদুস সামাদ। টিভি নাটক ও মঞ্চে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়ায় ‘আবদুস’ বাদ দিয়ে টেলিভিশনের ‘টেলি’ যোগ করে দেওয়া হয়। চার দশকে ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্র প্রযোজনাও করেছেন  তাছাড়া নায়ক হিসেবে  ‘দিলদার আলী’ ও ‘মনা পাগলা’ নামের দু'টি ছবিতে অভিনয় করেন।

চমৎকার গাইতেও পারতেন টেলি সামাদ। ৪০টি ছবিতে প্লেব্যাক করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘সুজন সখী’ ছবির ‘ডেগেরও ভিতরে ডাইলে চাইলে উতাইলেগো সই’ গানটি। তার অভিনীত সর্বশেষ ছবি ‘জিরো ডিগ্রি’ মুক্তি পায় ২০১৫ সালে। শরীরে নানা রোগ বাসা বাঁধলে চলচ্চিত্র থেকে দূরে সরেন তিনি। সারা দিন ইন্দিরা রোডের বাসাতেই থাকতেন। ছবি আঁকতেন টেলি সামাদ। 

১৯৬৬ সালে প্রখ্যাত চিত্র নির্মাতা নজরুল ইসলামের ‘কার বউ’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক। তার উল্লেখযোগ্য অন্যান্য ছবি হলো পায়ে চলার পথ, অবাক পৃথিবী, সোহাগ, ঘর সংসার, বৌরানী, নয়নমণি, গোলাপী এখন ট্রেনে, সুন্দরী, ভাত দে, কসাই, অশিক্ষিত, ছুটির ঘণ্টা, মিন্টু আমার নাম, ফকির মজনু শাহ, পাগলা রাজা, মধুমিতা, দিন যায় কথা থাকে, মাটির ঘর, নদের চাঁদ, নাগর দোলা, কথা দিলাম, শেষ উত্তর, এতিম, দিলদার আলী, ভালো মানুষ, মান অভিমান, লাভ ইন সিঙ্গাপুর, সখিনার যুদ্ধ, মনা পাগলা, জিরো ডিগ্রি, কুমারী মা, সাথী হারা নাগিন, মায়ের চোখ, আমার স্বপ্ন আমার সংসার, রিকশাওয়ালার ছেলে, মন বসে না পড়ার টেবিলে, কাজের মানুষ, মায়ের হাতে বেহেস্তের চাবি, কে আমি, কেয়ামত থেকে কেয়ামত, মিস ললিতা, নতুন বউ, জয় পরাজয়, গুণ্ডা, সুজন সখী, চাষীর মেয়ে, রঙিন রূপবান, মতিমহল, লাইলি মজনু, ঘর জামাই, ওয়াদা, সাম্পানওয়ালা, সখী তুমি কার, অভিযোগ প্রভৃতি।

 

 
উপরে