প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯ ২০:০৬

কানাডার বর্ষবরণে গাইবেন তাঁরা

অনলাইন ডেস্ক
কানাডার বর্ষবরণে গাইবেন তাঁরা

বিপ্লব সাহা একজন ফ্যাশন ডিজাইনার। তবে শখের বশে মাঝে মাঝে গান গাইতেন। শখের বশে হলেও সেই গান গাওয়াটা এখন নিয়মিত। আর প্রথমবারের মতো কানাডায় গেলেন সঙ্গীতশিল্পী হিসেবে। বাংলা বর্ষবরণ উৎসব ১৪২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাডায়। দেশটির ক্যালগেরির ম্যাকবেল সেন্টারে শুরু হবে বৈশাখী উৎসব। 

আর এই উৎসবে যোগ দিতে বাংলাদেশ থেকে উড়াল দিয়েছেন কনকচাঁপা, পিন্টু ঘোষ, স্বপ্নীল সজিব। আর এঁদের সঙ্গেই ক্যালগেরি বর্ষবরণ উৎসবে গাইবেন বিপ্লব সাহা। ১৩ এপ্রিল শুরু হতে যাওয়া এই উৎসবে যোগ দিতে পৌঁছেছেন মডেল-নৃত্যশিল্পী মৌ ও অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ।

বাংলাদেশ-কানাডা এসোশিয়েশন অব ক্যালগেরি ইতোমধ্যে 'সুরে তালে ছন্দে, বৈশাখী আনন্দে' শিরোনামে বর্ষবরণের সকল আয়োজন সম্পন্ন  করেছে বলে জানা গেছে। 

উপরে