প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯ ১৭:৪২

'আমি ও আমার আল্লাহ জানেন, তিনি নিশ্চই ক্ষমা করবেন'

অনলাইন ডেস্ক
'আমি ও আমার আল্লাহ জানেন, তিনি নিশ্চই ক্ষমা করবেন'

সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় অভিনেত্রী সাফা কবির একজন ভক্তের প্রশ্নের উত্তরে বলছেন, 'না আমি পরকালে বিশ্বাস করি না।' এই ভিডিওর অংশটুকু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

একই সাথে নেটিজেনদের তোপের মুখে পড়েন এই অভিনেত্রী ও মডেল। তিনি তাঁর 'ভুল' বুঝতে পেরে সকলের নিকট ক্ষমা চেয়েছেন একইসাথে তিনি অনুরাগীদের মনে আঘাত দেওয়ার জন্য দুঃখপ্রকাশ করেছেন।  মঙ্গলবার দুপুরে তিনি তাঁর ভেরিফায়েড পেইজে বলেন, আমি ও আমার আল্লাহ জানেন, তিনি নিশ্চই ক্ষমা করবেন।

সাফা কবির বলেছেন, আমি যদি কোনও ভুল করে থাকি সেই ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। 

তিনি বলেন, আমি এবং আমার আল্লাহ জানেন, কারো বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কোনও কথা আমি বলিনি। তবুও, আমার কোন কথায় যদি কারো মনে বা বিশ্বাসে আঘাত লেগে যায়, তার জন্য আমি দুঃখিত এবং করজোড়ে ক্ষমাপ্রার্থী।

এই অভিনেত্রী বলেন, তবুও যারা, আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করেছেন এবং আমাকে অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করছেন তাদের বিচারের ভারও আমি আল্লাহর হাতে দিলাম। তিনি নিশ্চয়ই সবকিছু জানেন এবং দেখেন।

মঙ্গলবার দুপুরে এই প্রতিবেদন লেখার সময় সাফা কবিরের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে পোস্টটি সাড়ে চার হাজার লাইক ও এক হাজার শেয়ার হতে দেখা গিয়েছে।

উপরে