প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯ ১৮:১২
'ভালো থেকো নুসরাত যেখানেই থাকো...'
অনলাইন ডেস্ক
সম্প্রতি প্রয়াত নুসরাত জাহান রাফির স্মরণে জনপ্রিয় ব্যান্ডদল জলের গান একটি গান প্রকাশ করেছে। গানটি উৎ
ক'দিন আগে আমাদের বোন নুসরাতের এই চলে যাওয়া মেনে নিতে পারিনি, কেউ পারেনি। আমরা সারাদেশ, সারাদেশবাসী পারেনি। সবার ভেতরে খুব ক্ষীণ সুরে কান্নার রোল। আমাদের এই নববর্ষে আমাদের প্রিয় একটি গান আমাদের প্রিয় বোন নুসরাতকে উৎসর্গ করলাম। ভালো থেকো বোন, যেখানেই থেকো...।
নববর্ষ উপলক্ষ্যে নিজেদের ফেসবুক পেইজে প্রকাশিত গানের কথাগুলো- 'এমন যদি হতো, আমি একটা পাখি- পাখির চোখে দেখি আকাশ মাছ, আধার কেটে ভোর, সুর্য ওঠে রাঙা, বন্ধু আমি পাখি হলেও আমার একটা ডানা ভাঙা...'