প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯ ১৭:৪৮

নোবেলের গায়কীতে মুগ্ধ সবাই, শ্রীকান্ত'র চোখ অন্যদিকে

অনলাইন ডেস্ক
নোবেলের গায়কীতে মুগ্ধ সবাই, শ্রীকান্ত'র চোখ অন্যদিকে

আগেরদিন নম্বর কম পেয়েছিলেন। মাত্র এক নম্বর কম, আর এতেই দুই বাংলার সমালোচনার তীরে বিদ্ধ হন শ্রীকান্ত আচার্য। কেননা তিনি বিচারক হিসেবে নোবেলের গানের ভূয়সী প্রশংসা করেও এক নম্বর কম দেন। ১০ এর মধ্যে ৯। 

যার কারণে এখনো সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ক্ষোভ প্রকাশ করছেন। 'সাইফুল ইসলাম সোহেল, আমি প্রথমেই অনুপম রয় কে একটা বড় ধন্যবাদ দিতে চাই, এত অসাধারন কথা ও সুরের একটি গান আমাদের প্রিয় নোবেল কে দেওয়ার জন্য। আর নোবেলের ব্যপারে বলবো নোবেল অসাধারণ গেয়েছে। এই পথ চলার তো মাত্র শুরু, যেতে হবে আরো বহুদুর।'

হ্যাঁ এই মন্তব্যকে ফেলে দেয়া যাবে না একদমই। কেননা নোবেল আগেরদিনের গ্লানি মুছে দিয়ে মন জয় করে নিয়েছেন সকলের। অনুপমের সুরে প্লেব্যাক করা ভিঞ্চি দ্য চলচ্চিত্রের গান গেয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। শুধু তাই নয়, অনুপম রায়ের গাওয়া অটোগ্রাফ চলচ্চিত্রের গান 'আমাকে আমার মতো থাকতে দাও' গেয়ে তাক লাগিয়ে দেন।' 

ভক্তদের মন্তব্য অনুপম গাইছেন নাকি নোবেল গাইছেন এটা তো পার্থক্য করাই যাবে না যদি চোখ বন্ধ করে শোনা যায়। বলা যায় এদিন নোবেল মাত করে দিয়েছেন জি বাংলার স্টুডিও। পেয়েছেন বিচারকদের প্রশংসা বাক্যসহ শুভাশীষ।

কিন্তু এতো সব কিছুর বাইরে কম নম্বর দেওয়া বিচারক শ্রীকান্ত'র চোখে পড়েছে অন্যকিছু গায়কী নয়। এই যেমন সজিব মাহমুদ নামে একজন বলছেন, 'ভাই সবকিছু ঠিক আছে কিন্তু এই শ্রীকান্ত মহাশয়া। ইনার সমস্যাটা কোথায় কেউ কি জানেন? সমস্যা হলো ইনি কখনো নোবেলকে মার্ক দিতে চাননা। আর আজ সবাই যখন মার্ক দিয়েছে আর নোবেল এর গানের প্রশংসা করছে উনি তখন ঢোল তবলা আর পিয়ানো কে বাজাচ্ছে তাদের খুঁজে বেড়াচ্ছেন।'

 শারমিন সুলতানা লিমা বলছেন, 'অনেকবার গানটা শুনছি বাট সারেগামাপতে দুইজন ভালোবাসার মানুষের কণ্ঠে যখন গানটা শুনছি তখন আরো বেশি ভালো লাগছে। প্রথমে তো বুজতেই পারি নাই কে গাচছে নোবেল নাকি অনুপম!!! তারপর হুশ আসলো না এটা তো নোবেলের গলাই!এতো মিল কেমনে সম্ভব?'

উপরে