মালেশিয়াতে শীত খুঁজছেন পরীমনি
বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে দেশটিতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে সময় কাটাচ্ছেন তার সন্তানদের সঙ্গে মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাংকাউই দ্বীপে।
১৪ জানুয়ারি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেন পরীমনি। ছবিগুলোতে দেখা যায় নীল সমুদ্র, খোলা আকাশ এবং সবুজ প্রকৃতির মাঝে ছেলে-মেয়ের সঙ্গে আনন্দঘন মুহূর্ত উপভোগ করছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, “শীত নেই। কেন শীত নেই।”
মালয়েশিয়ার রোদেলা আবহাওয়া, দ্বীপের নিরিবিলি পরিবেশ এবং সন্তানদের সান্নিধ্যে পরীমনির সময় আনন্দময়ভাবে কাটছে। ভক্তরা তার এই মুহূর্তগুলো দেখেই শুভকামনা জানাচ্ছেন।
এদিকে, পরীমনি আবারও ‘প্রীতিলতা’ সিনেমার শুটিংয়ে ফিরছেন। ২০২০ সালে কয়েক দিনের শুটিং শেষে আটকে যাওয়া সিনেমার কাজ এবার পুনরায় শুরু হচ্ছে। চট্টগ্রামে চিত্রায়ণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। নির্মাতা রাশিদ পলাশ জানান, পরীমনির সঙ্গে বৈঠকের মাধ্যমে শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
২০২১ সালে সিনেমার ফার্স্ট লুক প্রকাশের সময় পরীমনির উপস্থিতি দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছিল। এবার অসম্পূর্ণ কাজটি শেষ করে দ্রুত সম্পাদনা ও পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু করা হবে।
