মানবতার মা’ জেবুন নেছা — বগুড়ায় হারানো শিশুদের অভিভাবক হয়ে ওঠা এক নারী পুলিশ
শিশু নিখোঁজ বা অপহৃত হওয়ার পর মায়ের বুকফাটা কান্না যখন থামার নাম নেয় না, তখন আশার আলো হয়ে হাজির হন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জেবুন নেছা। মানবিকতা, মাতৃত্ববোধ ও দায়িত্বশীলতার অনন্য সমন্বয়ে শত শত নিখোঁজ শিশুকে উদ্ধার করে পরিবারের কোলে ফিরিয়ে দেওয়ায় সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত হয়েছেন ‘মানবতার মা’ ও ‘মানবিক এসআই’ হিসেবে।
২০২১ সালে বগুড়া সদর থানার নারী ও শিশু হেল্প ডেস্কে যোগদানের পর থেকে এসআই জেবুন নেছা শুধু শিশু উদ্ধারের কাজেই সীমাবদ্ধ থাকেননি। সংসার ভেঙে যাওয়া অসংখ্য নারীকে আইনি সহায়তা, কাউন্সেলিং ও পারিবারিক সমঝোতার মাধ্যমে পুনরায় সংসার গড়ে তোলার পথ দেখিয়েছেন। তাঁর আন্তরিক প্রচেষ্টায় অনেক নারী আবারও স্বামী-সন্তান নিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। ফলে সহকর্মীদের পাশাপাশি সেবা গ্রহণকারী নারীদের কাছেও তিনি হয়ে উঠেছেন এক মাতৃস্নেহময় ও মানবিক পুলিশ কর্মকর্তা।
এর আগে তিনি বগুড়া জেলার শাজাহানপুর থানার নারী ও শিশু হেল্প ডেস্কে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সেখানেও নিখোঁজ শিশু উদ্ধারের পাশাপাশি নির্যাতনের শিকার নারী ও শিশুদের আইনি সুরক্ষা, চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করে ব্যাপক প্রশংসা অর্জন করেন। কর্মদক্ষতা ও মানবিকতার স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার বগুড়া জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন।
থানার তথ্য অনুযায়ী, ৯৯৯ নম্বর ও সরাসরি থানায় আগত অভিযোগের ভিত্তিতে তিনি দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে অসংখ্য শিশুকে নিরাপদে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন। গৃহহীন নারী-শিশুদের জন্য আশ্রয়, প্রাথমিক চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজনীয় সহায়তাও নিশ্চিত করেছেন তিনি।
নিজ দায়িত্ব সম্পর্কে এসআই জেবুন নেছা বলেন,
“একজন মায়ের কোলে সন্তানের হাসি ফিরিয়ে দিতে পারলে মনে হয় আমার পুলিশের পোশাক সত্যিকার অর্থেই সার্থক হয়েছে। আমি পুলিশ হওয়ার আগে একজন মানুষ, আর মানুষের দুঃখে পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব।”
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন,
“এসআই জেবুন নেছা শুধু দক্ষ তদন্তকারীই নন, তিনি মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। তাঁর প্রচেষ্টায় বহু পরিবার পুনরায় এক হয়েছে, বহু হারানো সন্তান মায়ের কোলে ফিরেছে।”
স্থানীয়দের ভাষায়, তিনি আইন প্রয়োগকারী সদস্য হলেও আশ্রয়হীন নারী ও নিখোঁজ শিশুর কাছে যেন এক অভিভাবক। কেউ তাঁকে বলেন ‘মানবিক এসআই’, আবার কেউ ‘মানবতার মা’।
পুলিশি পেশার কঠোরতার ভেতর থেকেও মাতৃত্ববোধের উষ্ণতায় মানুষের আস্থা অর্জনের যে উদাহরণ এসআই জেবুন নেছা তৈরি করেছেন, তা বগুড়া জেলায় জনবান্ধব পুলিশি সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
