বগুড়ায় মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান
বগুড়ার সোনাতলায় বিস্ময়কর সাফল্য অর্জন করেছে মাত্র ১০ বছর বয়সী শিশু শিক্ষার্থী আব্দুর রহমান। পৌর এলাকার কানুপুর জামিয়া আশরাফিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার ছাত্র এই শিশু মাত্র ৫০ দিনে সম্পূর্ণ কুরআন হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে।
হাফেজ আব্দুর রহমান বগুড়া জেলার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের কাবিলপুর (বালুরপাড়া) গ্রামের মোঃ সাজু বেপারীর ছেলে। অল্প বয়সে তার এই অসাধারণ কৃতিত্ব এলাকাজুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি করেছে।
এ উপলক্ষে শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বগুড়া জামিল মাদ্রাসার মুহাদ্দিস আব্দুস সবুর কাসেমী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ আব্দুর রহমানকে পাগড়ি পরিয়ে দেন সৈয়দ আহমেদ কলেজ মাদ্রাসার পরিচালক হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট এ টি এম জিন্নুর হক, প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা শাহজালাল, হাফেজ ফজলে রাব্বি, ঢাকা পল্লবী আফতাব উদ্দিন মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মুফতী নুরুল আলম, বগুড়া জামিল মাদ্রাসার শিক্ষক আল্লামা মুফতী শামসুদ্দোহা, আল্লামা ইসমাইল সাহেব, বগুড়া জামিয়াতুর রশিদ মাদ্রাসার শিক্ষক আল্লামা মুফতী শফি কাসেমী, চকসুত্রাপুর মাদ্রাসার শিক্ষক আল্লামা মুফতী আনোয়ার শেখ, আল রিয়াদ হজ্ব গ্রুপের আলহাজ্ব মাওলানা রিয়াদ হাসানসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যে কুরআনে হাফেজ হওয়া আব্দুর রহমানের এই সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাকে দ্বীনি শিক্ষায় আরও অগ্রসর হওয়ার আহ্বান জানান।
