কাতারে জয় পেল বাংলাদেশি ফুটবলাররা
কাতার ফুটবল লীগের ক্লাব আল-শাহানিয়াকে প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। একমাত্র গোলটি করেন খন্দকার আশরাফুল। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মতিন মিয়া-মাশুক মিয়া জনিরা।
অবশেষে ৮৬ মিনিটে কাঙ্ক্ষিত গোল করেন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া নোফেল স্পোর্টিং ক্লাবের স্ট্রাইকার খন্দকার আশরাফুল ইসলাম।
১৯ মার্চ সফরের শেষ প্রস্তুতি ম্যাচে লাল-সবুজরা খেলবে কাতার স্টারস লিগের আরেক দল আল আরাবি এফসি’র বিপক্ষে।
এএফসি অনূর্ধ্ব ২৩ ফুটবলের বাছাই পর্ব খেলতে যাওয়ার আগে কাতারে ১০ দিনের ক্যাম্প করছে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ ফুটবল দল।
উল্লেখ্য, মার্চে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে (আয়োজক বাহরাইন)। সেটার প্রস্তুতি নিতেই ১০ দিনের সফরে এখন কাতারে জেমিরা। ১১ মার্চ কাতারে পৌছে বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দল