প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯ ১৭:৫৩

এখনও আসল রূপ দেখায়নি আর্জেন্টিনা : স্কলোনি

অনলাইন ডেস্ক
এখনও আসল রূপ দেখায়নি আর্জেন্টিনা : স্কলোনি

মরোক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে জয়লাভ করেছে লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা। এরপরেই দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি বেশ হুমকির সুরেই বলেছেন, তার দলের সোরাটা এখনো বাকী আছে। এর আগে গত শুক্রবার মাদ্রিদে অনুষ্ঠিত আরেক প্রীতি ম্যাচে আঞ্চলিক প্রতিপক্ষ ভেনেজুয়েলার কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা।

এদিন খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে আর্জেন্টিনার হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেছেন বদলি খেলোয়াড় অ্যাঞ্জেল কেরেয়া। খেলা শেষে আর্জেন্টাইন কোচ বলেন, 'দলের সেরাটা এখনো বাকী রয়েছে। অন্য দলগুলোর ক্ষেত্রেও এটি বিবেচ্য। কারণ এমন কোনো দল নেই যারা সবসময় নিজেদের শতভাগ দক্ষতা প্রদর্শন করতে পারে।'

তিনি আরও বলেন, 'তীব্র বাতাসের জন্য আর্জেন্টিনা ভালো খেলতে পারেনি। মরোক্কোও একই প্রতিকুলতায় পড়েছিল। তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পেরেছি। আমরা সবাই জানি, মরোক্কো একটি ভালো দল। তাদের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে। তবে এবার তারা ক্ষুধার্ত এক আর্জেন্টিনার মোকাবেলা করেছে। আমরা ফলাফল লাভের জন্য মরিয়া ছিলাম। যেটি আমাদের দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।'

উপরে