হিগুয়েইনের সঠিক মূল্যায়ন হয়নি : বাতিস্তুতা
আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানানো তারকা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনের আর্জেন্টাইন জাতীয় দলে সঠিক মূল্যায়ন হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক সুপারস্টার গাব্রিয়েল বাতিস্তুতা। বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন জাতীয় দলের জার্সি গায়ে ৭৫টি ম্যাচ খেলা হিগুয়েইন। টানা তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে গোল করতে ব্যর্থ হওয়া হিগুয়েইন অবসরের কারণ হিসেবে সমালোচকদের দিকে ইঙ্গিত করেছেন।
পুরো ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করেও কখনই সমালোচনা পিছু ছাড়েনি হিগুয়েইনের। এমনকি কখনো কখনো তার পরিবারকেও সমালোচনরায় বিদ্ধ করা হয়েছে। তাই অনেকটা মনোকষ্ট নিয়েই আন্তর্জাতিক পরিসর থেকে সড়ে দাঁড়নোর সিদ্ধান্ত নিয়েছেন হিগুয়েইন। জাতীয় দলের ৩১ গোল করা হিগুয়েইন ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনাল ছাড়াও ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে গোলা করার সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি।
লিওনেল মেসির পর আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল করা সাবেক স্ট্রাইকার বাতিস্তুতা ৩১ বছর বয়সী হিগুয়েইনের পক্ষ নিয়েই বলেছেন, 'আমার কাছে সব সময়ই মনে হয়েছে সে একজন অসাধারণ স্ট্রাইকার। সারা বিশ্বেই সে সকলের কাছে প্রশংসিত হলেও আর্জেন্টিনা জাতীয় দলে তাকে একেবারেই মূল্যায়ন করা হয়নি। বিষয়টি এমন নয় যে সে ২০০ বার গোলের সুযোগ নষ্ট করেছে।'
তিনি আরও বলেন, 'আমি বলব, হিগুয়েইন ২০০টি গোল করেছে কিন্তু ৩-৪ টি মিস করেছে। দূর্ভাগ্যবশতঃ আর্জেন্টিনায় সবাই ওই ৩-৪টি গোলের কথাই মনে রাখবে। কিন্তু আমি তাকে নিয়ে আবারও বলতে চাই, গত কয়েক বছরে বিশ্বজুড়ে স্ট্রাইকারদের মধ্যে আমার চোখে হিগুয়েইন অন্যতম সেরা। এটা বলতে আমার কোন দ্বিধা নেই।'