ইকার্দির সঙ্গে শত্রুতা মিডিয়ার সৃষ্টি : মেসি
অনেকদিনের প্রচলিত একটি কথা হলো, আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসির সঙ্গে নাকি মাউরো ইকার্দির সম্পর্ক খুবই খারাপ। বলা হয়ে থাকে যে, মেসির প্ররোচনাতেই নাকি ইকার্দিকে আর্জেন্টিনা দলে নেওয়া হয় না। আবার অনেকে মেসির মতো নিপাট ভদ্রলোকের বিরুদ্ধে এমন অপবাদের বিরোধীতা করেন। এবার বিয়ষটি নিয়ে মুখ খুললেন স্বয়ং মেসি। এই ফুটবল মহাতারকা সব শুনে অবাক হয়েই বললেন, তিনি এসবের কিছুই জানেন না!
গত বছর ইতালিয়ান সিরি আ লিগে ইন্টার মিলানের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা হলেও ইকার্দিকে বিশ্বকাপের দলে নেয়নি আর্জেন্টিনা। তখন ইকার্দি ও তার স্ত্রী ওয়ান্ডা নারাও আকারে-ইঙ্গিতে মেসিকে দোষ দিয়ে বলেছিলেন, আর্জেন্টিনা দলের মধ্যে একতা নেই। এসবের জবাবে মেসি বলেছেন, 'আমার মনে হয় আমি ওর সঙ্গে দুটির মতো ম্যাচ খেলেছি। আমি জানি না ওর এমন কী হলো, যে কারণে ও সংবাদমাধ্যমে খবর সৃষ্টি করল যে, আর্জেন্টিনা দলের মধ্যে সমস্যা আছে। ও যেটা বলেছে সেটা আমি বুঝতে পারি না।'
ক্লাব ফুটবলেও এখন বাজে সময় কাটছে ইকার্দির। এই মুহূর্তে ক্লাবের সঙ্গে চুক্তি বাড়ানো সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে অধিনায়কত্ব হারিয়েছেন তিনি। বেশ কিছু দিন ইন্টার মিলানে অনুশীলনও করার সুযোগ পাননি। তবে আর্জেন্টিনার ড্রেসিং রুমে কেউ কারও সঙ্গে বাজে ব্যবহার করে না- নিশ্চিত করে মেসি বলেছেন, 'আমার মনে হয় না আমি ওর সঙ্গে কোনো ধরনের খারাপ ব্যবহার করেছি। ড্রেসিংরুমে আমার জানা মতে কারও সঙ্গে খারাপ ব্যবহার করা হয় না।'