প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯ ২০:০৫

রোনালদোকে ছাড়াই জয়ে ফিরল জুভেন্টাস

অনলাইন ডেস্ক
রোনালদোকে ছাড়াই জয়ে ফিরল জুভেন্টাস

আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছিল জুভেন্টাস। বিরতির পর দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও পাওলো দিবালাদের ছাড়াই জয়ে ফিরেছে দলটি। সিরি’আ ম্যাচে শনিবার রাতে এম্পোলিকে হারিয়েছে জুভিরা।

শনিবার অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে এম্পোলির মুখোমুখি হয় জুভেন্টাস। ওই ম্যাচে তরুণ তারকা মইজে কেনের একমাত্র গোলে ১-০ গোলে জয় পেয়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা। এ জয়ে লিগ শিরোপা জয়ের দৌঁড়ে আরেকধাপ এগিয়ে গেল ক্লাবটি।

আগের ম্যাচে জেনোয়ার মাঠে সিরি ‘আতে মৌসুমের প্রথম হার দেখেছিল জুভেন্টাস। দলের তারকা খেলোয়াড়দের অনপুস্থিতিতে কালও তাদের হারানোর সুযোগ এসেছিল এম্পোলির সামনে। প্রথমার্ধে দুইবার গোলের সুযোগ পেলেও সেগুলো ঠিকানায় পাঠাতে পারেনি তারা। তবে শেষপর্যন্ত জয়ের স্বাদ ঠিকই পেয়েছে জুভেন্টাস।

 

ইতালির হয়ে ইউরো বাছাইয়ে ফিনল্যান্ড ও লিচটেনস্টেইনের বিপক্ষে গোল পাওয়া কিন ক্লাবের হয়ে খেলতে নেমেও সেই ধারা অব্যাহত রাখলেন। ম্যাচের ৬৯ মিনিটে ব্লেইস মাতুইদির বদলি হিসেবে নামেন কিন। ৭২ মিনিটে মারিও মানজুকিচের হেডে বল পান ১৯ বছর বয়সী স্ট্রাইকার। দারুণ শটে স্বাগতিক গোলরক্ষক বার্তলোমিয়েজ দ্রাগোভস্কিকে পরাস্ত করেন কিন।

ম্যাচের বাকি সময়ে আর কেউ গোলের দেখা পায়নি। ফলে কিনের একমাত্র গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য। তাতে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যালেগ্রির শিষ্যরা।

এ জয়ে ২৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। ১৮ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা নাপোলি। আর ২৫ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে এম্পোলি।

উপরে