‘মেসি গুড বাট নট গড’
স্প্যানিশ টেলিভিশন ‘লা সেক্সতা’য় পোপ ফ্রান্সিসের সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল। অনেক প্রসঙ্গ ঘুরে তা ফুটবলে এসেও থামে। তিনি যেহেতু আর্জেন্টাইন, আর কে না জানে আর্জেন্টাইনদের কাছে ফুটবল কত বড়। প্রশ্নটা হলো লিওনেল মেসিকে নিয়ে—সবাই তাঁকে ঈশ্বর বলছেন, আপনি কী মনে করেন? ক্যাথলিক ধর্মগুরু তাতে দ্বিমত করলেন, ‘কোনো একজনকে এভাবে ঈশ্বরের সঙ্গে তুলনা করাটা ঠিক নয়। জানি, ফুটবলার হিসেবে অনেকেই তাকে তাই মনে করে। তবে আমার মনে হয় ও ভালো তবে ঈশ্বর নয়।’
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঈশ্বরের সঙ্গে তুলনার একটা ব্যাখ্যা হয়। আবার আর্জেন্টাইন তারকার দেশকে কিছু জেতাতে না পারার সীমাবদ্ধতা থেকেও কেউ এই উত্তরের ব্যাখ্যা করতে পারেন। আর্জেন্টাইন পোপ কোনটা বুঝিয়েছেন, তা তিনিই ভালো জানেন। আর্জেন্টিনায় ডিয়েগো ম্যারাডোনাকেও ঈশ্বর গণ্য করা হয়, ’৮৬-র নায়কের এই তকমা নিয়ে অবশ্য কখনো আপত্তি শোনা যায়নি। মার্কা