প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২ ১৫:০৯

অনেক পরিবর্তন আসছে আর্জেন্টিনা দলে

অনলাইন ডেস্ক
অনেক পরিবর্তন আসছে আর্জেন্টিনা দলে

টানা ৩৪ ম্যাচ অপরাজিত থেকে রীতিমতো উড়ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে আর মাত্র দুইটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে তাদের সামনে। বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় জ্যামাইকার বিপক্ষে সেই দুই ম্যাচের প্রথমটি খেলতে নামবেন লিওনেল মেসিরা।

এর আগে গত শনিবার হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। সেই ম্যাচের শুরুর একাদশে একাধিক পরিবর্তনের আভাস রয়েছে। মূলত স্কোয়াডে সবাইকে ভালোভাবে পরখ করে নেওয়ার জন্যই ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পথ বেছে নিচ্ছেন হেড কোচ লিওনেল স্কালোনি।

নিউ জার্সির রেড বুল অ্যাকাডেমি ট্রেনিং ফিল্ডে হতে যাওয়া ম্যাচটিতে গোলবারের নিচে ফিরছেন নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। হন্ডুরাসের বিপক্ষে গোলকিপিং করেছিলেন জেরোনিমো রুল্লি। সেই ম্যাচে কোনো পরীক্ষার মুখেই পড়তে হয়নি তাকে। তবু রোটেশন পলিসির কারণেই ফিরছেন এমিলিয়ানো।

রক্ষণে লেফট ব্যাক হিসেবে নিকোলাস তালিয়াফিকোর জায়গায় নেওয়া হতে পারে মার্কোস আকুনাকে। ডানে নাহুয়েল মোলিনার জায়গায় আসবেন গনজালো মন্টিয়েল। সেন্টার ব্যাক হিসেবে জার্মান পেজ্জেল্লা ও লিসান্দ্রো মার্টিনেজের বদলে খেলবেন ক্রিশ্চিয়ান রোমেরো ও নিকোলাস ওটামেন্ডি।

মাঝমাঠে রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস ও জিওভান্নি লো সেলসোকে বদলাবেন না স্কালোনি। ফরোয়ার্ড লাইনে লিওনেল মেসির সঙ্গে লাউতারো মার্টিনেজও থাকবেন শুরুর একাদশে। তবে আলেজান্দ্রো গোমেজের বদলে শুরুর একাদশে রাখা হবে অ্যাঞ্জেল ডি মারিয়াকে।

জ্যামাইকার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, গনজালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, জিওভান্নি লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে