এবার ঢাকায় আসার সম্ভাবনা ডি মারিয়ার
এমিলিয়ানো মার্টিনেজ এলেন। এবার বাংলাদেশে আসার সম্ভাবনা দেখা দিয়েছে আরেক আর্জেন্টাইন ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়ারও। মার্টিনেজকে যিনি ঢাকায় এনেছিলেন, কলকাতার সেই ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তই আগামী অক্টোবরে ডি মারিয়াকে ঢাকা এবং কলকাতায় আনতে যাচ্ছেন বলে জানা গেছে।
বুধবার এ সংক্রান্ত খবর কলকাতার সংবাদমাধ্যমগুলোতে চাউর হয়ে যায়। শতদ্রুর সঙ্গে বাংলাদেশের মিডিয়ার পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনিও বলেছেন সে সম্ভাবনার কথা, ‘আগামী ২১ ও ২২ অক্টোবর কলকাতায় এবং তার পরদিন অর্থাৎ ২৩ অক্টোবর ডি মারিয়ার ঢাকা সফরের পরিকল্পনা করা হয়েছে। ঢাকায় কিভাবে তিনি যাবেন সেটি নিয়ে আমি এরই মধ্যে কাজ শুরু করেছি। কারা এর সঙ্গে থাকবে সামনেই হয়তো জানাতে পারব।’
গত জুলাইয়ে এমিলিয়ানো মার্টিনেজ ঢাকা সফর করেন। ওই সময় বাংলাদেশের সাধারণ ফুটবলপ্রেমীদের সঙ্গে মার্টিনেজের সাক্ষাৎ না করানোর কারণে তুমুল সমালোচনা তৈরি হয়।
কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু জানিয়েছেন, ‘এবার যেন সব ধরনের ভক্ত ডি মারিয়াকে কাছে পান, তেমনটারই চেষ্টা করা হচ্ছে।’
গতবার জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বা গোলরক্ষক আনিসুর রহমানও কথা বলার সুযোগ পাননি মার্টিনেজের সঙ্গে। তা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপরও ক্ষুব্ধ হয়েছেন অনেকে।
ডি মারিয়ার সম্ভাব্য সফরের ব্যাপারেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনো তেমন কিছু জানে না বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে এখনো কিছু শুনিনি। তবে আমাদের সঙ্গে যদি যোগাযোগ করা হয় তাহলে বাফুফে অবশ্যই আন্তরিকভাবে তাতে সম্পৃক্ত হবে। গতবার যে প্রতিষ্ঠানটি মার্টিনেজকে এনেছিল, তারা আমাদের একেবারেই কিছু জানায়নি। আমি নিজে যোগাযোগ করেছিলাম। কিন্তু সাড়া পাইনি।’
আগামী অক্টোবরের ওই সময় শারদীয় দুর্গোৎসব চলবে। কলকাতায়িএ উপলক্ষে ব্যাপক আয়োজন করা হয়। ডি মারিয়াকে আনার পরিকল্পনা সেই উৎসবের মধ্যেই। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, সে সময় বেশ কিছু পূজামণ্ডপেও যাবেন আর্জেন্টাইন এই তারকা। ডি মারিয়াকে ঢাকায় আনার ব্যাপারে কারা এখন উদ্যোগী হয় সেটিই দেখার।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন