টিনএজারদের আর ক্ষতি করব না, ছাড়া পেয়ে লাইভে সানাই | Daily Chandni Bazar টিনএজারদের আর ক্ষতি করব না, ছাড়া পেয়ে লাইভে সানাই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০১৯ ০৪:৪২
টিনএজারদের আর ক্ষতি করব না, ছাড়া পেয়ে লাইভে সানাই
বিনোদন ডেস্ক

টিনএজারদের আর ক্ষতি করব না, ছাড়া পেয়ে লাইভে সানাই

সানাই মাহবুব সুপ্রভা, সোশ্যাল মিডিয়ার আলোচিত-সমালোচিত মুখ। নিজেকে চলচ্চিত্র অভিনেত্রী দাবি করলেও এখনঅব্দি তার কোনো সিনেমা আলোর মুখ দেখেনি।

যতটা না কাজে, সানাই বেশি আলোচনায় থাকতে ভালবাসেন সোশ্যাল মিডিয়ায়, নানা আপত্তিকর ভিডিও বার্তা আর নিজের খোলামেলা ছবি প্রকাশ করে। সম্প্রতি বাংলাদেশি মডেলদের নেতিবাচক মনোভাব ঝেড়ে সাহসী খোলামেলা হতে বলেছেন সানাই।

তার ভাষ্যে, মডেল কিম কারদাশিয়ান এবং হলিউড অভিনেত্রী পামেলা এন্ডারসনের চেয়ে বাংলাদেশি মডেলরা কম নন। বাংলাদেশও আমেরিকা কিংবা লন্ডন থেকে পিছিয়ে নেই। তাহলে আমেরিকার কোনো মডেল সাহসী হলে তারা পারবেন না কেন?

ফেসবুক পোস্টে সানাই সাফ জানান, আমরা বাঙালি, আমরা সাহসী। পজেটিভ হন, এটুকুই যথেষ্ট। বদলে জান, বদলে দিন।

ইন্টারনেটে এমন ‘অপ্রাসঙ্গিক’ ভিডিও ছড়ানোর অভিযোগে রোববার দুপুরে সানাই মাহবুব সুপ্রভাকে আটক করে পুলিশ। পরে বিকেল ৪টার দিকে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়।

ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম পরিবর্তন ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘দুপুরে সানাইকে জিজ্ঞাসাবাদের জন্য সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে নিয়ে আসা হয়। পরে বিকেল ৪টার দিকে ছেড়ে দেয়া হয়।’

ছাড়া পাওয়ার পরপরই ফেসবুক লাইভে আসেন বিতর্কিত সানাই। সেখানে দুপুরে বিশেষ লাইভে আসার কারণও ব্যাখ্যা করেন তিনি।

লাইভে সানাই বলেন, সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিতে বিশেষ লাইভে এসেছি। আমার সমালোচিত কনটেন্টগুলো আমি কোনো বিশেষ উদ্দেশ্যে বা কোনো ধরনের আর্থিক লাভের আশায় করিনি।

তিনি বলেন, সাইবার ক্রাইম ইউনিটে এসে আমার বিশেষভাবে অনুধাবন হয়েছে যে, এই কনটেন্টগুলো দেখে কোনো কোনো শ্রেণির লোকজন বিশেষ করে শিশুরা যারা আন্ডার এইটটিন, তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। অতএব ডেফিনেটলি (অবশ্যই) আমার এটা ভুল ছিল।

সমালোচিত এই অভিনেত্রী বলেন, আমি এদেশের নাগরিক হিসেবে, এদেশের সুস্থ সংস্কৃতি বিকাশে এদেশের আইন মেনে চলে একজন ভাল শিল্পী হতে চাই।

লাইভে তিনি আরও বলেন, আমি আমার ইতোপূর্বে ব্যক্তিগত বা যৌথভাবে করা বিব্রতকার ভিডিও বা ছবির জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি অবশ্যই ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকব। আমার নিয়ন্ত্রণে থাকা সব প্রোফাইল থেকে এ ধরনের কনটেন্টগুলো মুছে ফেলব। অন্যান্য কনটেন্টগুলোর বিষয়ে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তা চাচ্ছি।

সানাই বলেন, আমি সবাইকে আহ্বান জানাব— আমাদের দেশে ইন্টারনেটকে আমরা নিরাপদে রাখব। ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।

এর আগে নিজের ব্রেস্ট ইমপ্লান্ট করিয়ে সে বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তুলেও সমালোচিত হন সানাই। গত বছর পহেলা ফাল্গুনে ফেসবুকে বেশকিছু খোলামেলা ছবিও পোস্ট করেন তিনি।

ছবি পোস্টের পরই আসতে থাকে নানা ধরনের মন্তব্য। ওঠে সমালোচনার ঝড়। পরে সানাইয়ের নামে উকিল নোটিস পাঠান অ্যাডভোকেট ডিএইচ দিপু।

ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নবাগতা সানাই মাহবুব সুপ্রভা। চিত্রনির্মাতা গাজী মাহবুবের ভালোবাসা ২৪*৭ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। এখন পর্যন্ত অর্ধ-ডজন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে দাবি তার।

এসবি