অভিনেত্রী সানাইকে ছেড়ে দিয়েছে পুলিশ | Daily Chandni Bazar অভিনেত্রী সানাইকে ছেড়ে দিয়েছে পুলিশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০১৯ ০৪:৪৩
অভিনেত্রী সানাইকে ছেড়ে দিয়েছে পুলিশ
বিনোদন ডেস্ক

অভিনেত্রী সানাইকে ছেড়ে দিয়েছে পুলিশ

ইন্টারনেটে ‘অপ্রাসঙ্গিক’ভিডিও ছড়ানোর অভিযোগে আটক অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান।

পুলিশের এই কর্মকর্তা জানান, দুপুরের পর সানাইকে জিজ্ঞাসাবাদের জন্য সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে ৪টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

তিনি জানান, সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে আগে থেকেই অভিযোগ ছিল।

সম্প্রতি নিজের ব্রেস্ট ইমপ্লান্ট করিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় আসেন সানাই।

গত বছর পহেলা ফাল্গুনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু খোলামেলা ছবি পোস্ট করেন নায়িকা সানাই। ছবি পোস্টের পরই আসতে থাকে নানা ধরনের কমেন্টস। উঠে সমালোচনার ঝড়। পরে সানাইয়ের নামে উকিল নোটিশ পাঠান এডভোকেট ডি এইচ দিপু নামের একজন আইনজীবী।

ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নবাগতা সানাই মাহবুব সুপ্রভা। চিত্রনির্মাতা গাজী মাহবুবের ভালোবাসা ২৪*৭ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। এখন পর্যন্ত অর্ধ ডজন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

পিএসএস/এসবি