বাংলাদেশের শিক্ষার্থীদের খুশি হওয়ার কোনো কারণ নেই। তবে উগান্ডার ছেলেদের জন্য সুখবরই বটে।
সম্প্রতি দেশটির ফাঁকিবাজ ছাত্রদের পড়ালেখায় ফিরিয়ে আনতে ফ্রি গার্লফ্রেন্ডের অফার দেওয়া হয়েছে।
জানা গেছে, সম্প্রতি দেশটির শিক্ষা অধিদপ্তরে ছাত্রদের স্কুলে নিয়মিত করার ক্ষেত্রে করণীয় নির্ধারণে গোল টেবিল বৈঠক করেন শিক্ষা মন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তারা।
বৈঠকে ছাত্রছাত্রীদের কিভাবে পড়ালেখায় আরো মনোযোগী গড়ে তোলা যায় সে বিষয়ে আলোচনা হয়। শিক্ষা মন্ত্রীসহ সবাই এ বিষয়ে অনেক আলোচনার পর থেকে দেখলেন যে, ছেলেরা অনেক ডিপ্রেশনে থাকে তাদের গার্লফ্রেন্ড না থাকার কারণে। যার ফলে অনেক শিক্ষার্থী পড়ালেখার মনোযোগী হতে পারে না। তাই সরকার সকল ছাত্রদের পরীক্ষায় ভালো ফলাফল করলে গার্লফ্রেন্ড দেওয়ার প্রস্তাবে একমত হন।
উল্লেখ্য, দু-একটি অখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যমে খবরটি প্রকাশিত হলেও এর সত্যতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।