নষ্ট ভাত দিয়ে তৈরি করে ফেলুন সুস্বাদু ‘রসগোল্লা’! | Daily Chandni Bazar নষ্ট ভাত দিয়ে তৈরি করে ফেলুন সুস্বাদু ‘রসগোল্লা’! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০১৯ ০৬:১৩
নষ্ট ভাত দিয়ে তৈরি করে ফেলুন সুস্বাদু ‘রসগোল্লা’!
অনলাইন ডেস্ক

নষ্ট ভাত দিয়ে তৈরি করে ফেলুন সুস্বাদু ‘রসগোল্লা’!

বড় পরিবার বা গৃহস্থ বাড়িতে ভাত একটু বেশি রান্না না করলে, খাবার সময় কম পড়ার সম্ভাবনা থেকে যায়। সেই আশঙ্কা থেকে একটু বেশি করে ভাত রান্না করতে হচ্ছে। আবার ধরুন আপনি পরিবার সহ সন্ধ্যায় মার্কেটে গেছেন কেনাকাটা করতে। শপিং করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে পড়ছে বাচ্চারা৷ ফলে তাদেরকে চাঙ্গা করতে আপনি ঢুকে পড়েছেন রেস্তরাঁয়। ব্যস, এতে করে বাড়িতে আসার পর কারও খাওয়ার ইচ্ছা নেই। এভাবে বাসায় রান্না করে রাখা ভাত দিনের পর দিন ফ্রিজে জমেই চলছে। এত ভাত ফেলে দিতে হবে এটা ভেবে মন খারাপ আপনার। হওয়াটাই স্বাভাবিক।

চলুন জেনে নেয়া যাক, ভাতের রসগোল্লা তৈরির প্রণালী-

ভাতের রসগোল্লা তৈরির উপকরণ:

১. ভাত পরিমাণ মত

২. এক চামচ ময়দা

৩. এক চামচ গুঁড়ো দুধ

৪. এক চামচ ঘি

৫. চিনি: দেড় কাপ

৬. জল: তিন কাপ

ভাতের রসগোল্লা তৈরির প্রণালী:

প্রথমে একটি বাটিতে ভাত নিন৷ ভাল করে হাত দিয়ে চটকে নিন ভাতটি৷ একটি মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করুন৷ এরপর একটি ফ্রাইং প্যানে ঘি ঢালুন৷ ভাতের ওই পেস্টটি ওই প্যানে ঢেলে দিন৷ হালকা আঁচে ভাতের পেস্টটি নাড়াচাড়া করুন৷ সোনালি রং হয়ে গেলে গ্যাস বন্ধ করুন৷ এবার অন্য একটি পাত্রে ময়দা ও গুঁড়ো দুধ ঢালুন৷ ভাতের সঙ্গে মিশিয়ে নিন৷ এবার ছোট ছোট লেচি তৈরি করুন৷ আলাদা একটি পাত্রে চিনির রস তৈরি করে নিন৷ এবার ওই লেচিগুলি চিনির রসে ফেলে দিন৷ ১০ মিনিট পর রস ছেঁকে লেচিগুলি তুলে নিন৷ খেয়ে দেখুন ছানার তৈরি রসগোল্লাকেও হার মানাবে এই মিষ্টি।