যশোর প্রেস ক্লাবের সম্পাদক আহসান কবীরের মা আর নেই | Daily Chandni Bazar যশোর প্রেস ক্লাবের সম্পাদক আহসান কবীরের মা আর নেই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ মার্চ, ২০১৯ ২০:৩৫
যশোর প্রেস ক্লাবের সম্পাদক আহসান কবীরের মা আর নেই
অনলাইন ডেস্ক

যশোর প্রেস ক্লাবের সম্পাদক আহসান কবীরের মা আর নেই

যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত সম্পাদক আহসান কবীরের মা শামসুন্নাহার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। তিনি যশোর শিক্ষাবোর্ডের সাবেক ডেপুটি কন্ট্রোলার তোফাজ্জেল হোসেনের স্ত্রী।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মরহুমার পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০ টায় মরহুমার নামাজে জানাজা পুরাতন কসবা বিবি রোড (শিশু একাডেমি সংলগ্ন) জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর শহরের কারবালা গোরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এস এম তৌহিদুর রহমান। এক বিবৃতিতে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ ও মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।