জাহালমের জীবনের গল্প এবার পর্দায় আসছে | Daily Chandni Bazar জাহালমের জীবনের গল্প এবার পর্দায় আসছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯ ১৮:৩৪
জাহালমের জীবনের গল্প এবার পর্দায় আসছে
বিনোদন ডেস্ক

জাহালমের জীবনের গল্প এবার পর্দায় আসছে

জাহালম, রিয়াজুল রিজু। ছবি: সংগৃহীত

সোনালী ব্যাংক থেকে সাড়ে ১৮ কোটি টাকা ঋণ নিয়েছিলেন আবু সালেক নামের একজন। কিন্তু দুদক সালেকের স্থলে জাহালমকে জেলে ঢুকিয়ে বলেছে, ‘তুমিই অপরাধী।’ অবশেষে তিনি মুক্ত হয়েছেন। টাঙ্গাইলের আলোচিত সেই জাহালমের জীবনের গল্প এবার পর্দায় আসছে।

জাহালমের জীবনের কষ্টের কাহিনি নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন মারিয়া তুষার। এরই মধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতিতে নাম নিবন্ধন করেছেন। জাহালমের নামের সঙ্গে মিলিয়ে ছবির নামও রেখেছেন ‘জাহালম’। তবে জাহালমই জানেন না, তাঁকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা।

টাঙ্গাইলের পাটকলশ্রমিক জাহালম, যিনি কোনো দিন ব্যাংকের কাছ থেকে ঋণ নেননি, তাঁর আর্থিক যে অবস্থা, তাতে হয়তো তাঁর নিজের ব্যাংক অ্যাকাউন্ট আছে কি না, সে বিষয়েও সন্দেহ আছে। তার পরও তাঁকে ভয়ংকর ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করে ৩৩টি মামলা দেওয়া হয়েছে। আর সেই মামলায় তাঁকে তিন বছর বিনা বিচারে কারাগারে কাটাতে হয়েছে।

‘জাহালম’ ছবিটি পরিচালনা করবেন মারিয়া তুষার। আর ছবিতে জাহালমের চরিত্রে অভিনয় করবেন রিয়াজুল রিজু, যিনি ‘বাপজানের বায়োস্কোপ’ নামের একটি সিনেমা বানিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০১৫ সালের ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’, ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক’, ‘শ্রেষ্ঠ গায়ক’, ‘শ্রেষ্ঠ গীতিকার’, ‘শ্রেষ্ঠ সুরকার’, ‘শ্রেষ্ঠ কাহিনিকার’, ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ ও শ্রেষ্ঠ সম্পাদক’—এই আটটি বিভাগের পুরস্কার অর্জন করে। জাহালমের চরিত্রে অভিনয়ের ব্যাপারটি ভীষণ চ্যালেঞ্জিং বলে মনে করছেন তিনি। বললেন, ‘আমার প্রথম সিনেমা “বাপজানের বায়োস্কোপ” করার মতো চ্যালেঞ্জ বোধ করছি। কারণ প্রথম কোনো সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছি।’

জাহালমের জীবনী নিয়ে ছবি নির্মাণের ভাবনা প্রসঙ্গে মারিয়া তুষার বলেন, ‘টেলিভিশনে প্রথম জাহালমের খবরটি জানতে পারি। জাহালমের দুঃখের জীবনের সংবাদটা ছিল সাড়া জাগানো। তাঁর সাক্ষাৎকার দেখার পর মনে হলো, এটা নিয়ে কাজ করা উচিত। আমার কাছে ব্যাপারটা স্পর্শকাতরও মনে হয়েছে।’

জাহালমের জীবনী নিয়ে ছবি বানাতে এ মাসেই তাঁর সঙ্গে দেখা করবেন বলেও জানান মারিয়া তুষার। জানালেন, এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা নিয়ে সিনেমা বানানোটা খুবই চ্যালেঞ্জিং। তার পরও সাধ্যমতো চেষ্টা করব।’

নিজের জীবনের ঘটনা নিয়ে সিনেমা নির্মিত হতে যাচ্ছে জেনে খুব খুশি জাহালম। গতকাল মঙ্গলবার রাতে তাঁর সঙ্গে কথা হয় প্রথম আলোর। তিনি বললেন, ‘আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। ব্যাপারটা ভালোই লাগছে। মিথ্যা মামলায় আমি অনেক কষ্ট করছি। আমার জীবনের সেই কষ্টের কথা সিনেমায়ও দেখা যাবে, এটাতে আমি অনেক বেশি আনন্দিত। আমি চাইব, বিনা দোষে যে শাস্তি পেয়েছি, এই ধরনের কোনো শাস্তি এ দেশের কেউ যেন আর না পায়। চলচ্চিত্রের মাধ্যমে সেই বিষয়গুলো সুন্দরভাবে যেন তুলে ধরা হয়।’

‘জাহালম’ সিনেমাটি প্রযোজনা করছে নির্মাতার প্রযোজনা প্রতিষ্ঠান মারিয়া তুষার ফিল্মস।