নওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন | Daily Chandni Bazar নওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯ ২২:১৭
নওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

“প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ছানাউল ইসলাম। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সভা কক্ষে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোখছানা আনিছা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম কাউছার হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ। এছাড়াও র‌্যালীতে উপজেলার বিভিন্ন স্কুলের, ছাত্রছাত্রী ও শিক্ষকরা অংশ গ্রহন করেন।