সেরা স্বামীর তকমা পেলেন নিক জোনাস | Daily Chandni Bazar সেরা স্বামীর তকমা পেলেন নিক জোনাস | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯ ১৪:৪৫
সেরা স্বামীর তকমা পেলেন নিক জোনাস
অনলাইন ডেস্ক

সেরা স্বামীর তকমা পেলেন নিক জোনাস

সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে মেবাখ ব্রান্ডের একটি গাড়ি উপহার দিয়েছেন স্বামী নিক জোনাস। উপহার পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত হলিউড-বলিউড দাপিয়ে বেড়ানো অভিনেত্রী। গাড়ির নাম দিয়েছেন 'এক্সট্রা চোপড়া জোনাস'।

এই মুহূর্তে জোনাস ব্রাদার্সের নতুন গান ‘সাকার’ ইউএস বিলবোর্ডের এক নম্বরে জায়গা পেয়েছে। গানটিকে জোনাস ব্রাদার্সের ফিরে আসার গানও হিসেবেও আখ্যা দেয়া হচ্ছে। সেই খুশিতেই এ গাড়ি।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়ির নিজের নিজেদের তোলা ছবিও ফেসবুকে দিয়েছেন প্রিয়াঙ্কা। সঙ্গে লিখেছেন, যখন স্বামীই সবার সেরা হয়... তখন স্ত্রী পায় একটি মেবাখ! তোমাকে ভালোবাসি। নিক জোনাস তুমি সব স্বামীর মধ্যে সেরা।