এবার ভুল আম্পারিংয়ের শিকার খোদ ভারত! | Daily Chandni Bazar এবার ভুল আম্পারিংয়ের শিকার খোদ ভারত! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯ ১৭:৪৮
এবার ভুল আম্পারিংয়ের শিকার খোদ ভারত!
অনলাইন ডেস্ক

এবার ভুল আম্পারিংয়ের শিকার খোদ ভারত!

ভারতের বিপক্ষে এর আগে ভুল আম্পায়ারিংয়ের শিকার হয়েছে আইসিসি অন্তর্ভুক্ত তুলনামূলক ছোট দলগুলো। তবে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজে আম্পারিংয়ের শিকার হলো খোদ ভারত।

বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় অনুষ্ঠিত ভারত-অস্ট্রেলিয়ার অঘোষিত ফাইনালে বাজে আম্পারিংয়ের এই ঘটনা ঘটে।

সপ্তম ব্যাটসম্যান হিসেবে উইকেটে এ ছিলেন রবিন্দ্র জাদেজা। রিভিউতে খালি চোখেই পরিষ্কার দেখে মনে হয়ে রবীন্দ্র জাদেজা নট আউট। কিন্তু থার্ড আম্পায়ার জোয়েল উইলসন জাদেজাকে আউটের সিদ্ধান্ত দিয়ে মাঠ ছাড়া করেন।

 

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম খেলায় প্রথমে ব্যাট করে ২৭২ রান সংগ্রহ করে সফরকারী অস্ট্রেলিয়া। জবাবে ১৩২ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় ভারত।

ভারতের বিপক্ষে ইনিংসের ৩৩তম ওভারে বোলিং করেন অ্যাডাম জাম্পা। এই লেগ স্পিনারের বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে অ্যালেক্স কেরির স্টাম্পিং হন জাদেজা। কেরি যতক্ষণে স্টাম্প ভেঙে দেন ততক্ষণে দেখা যায় নিরাপদ স্থানে পা রাখতে সক্ষম হন জাদেজা।

এই আউটের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়