জাপানে অনুষ্ঠিতব্য ২০২০ অলিম্পিকের জন্য শুরু হয়েছে ক্ষণগণনা। রাজধানী টোকিওতে আর ৫০০ দিন পর অনুষ্ঠিত হবে এই আসর। ইতোমধ্যে গ্রীষ্মকালীন অলিম্পিককে ঘিরে জাপানে দেখা গেছে বেশ উন্মাদনা।
বিশ্ব ক্রীড়াযজ্ঞে সবচেয়ে বড় আসর অলিম্পিক। তাই এই আয়োজনকে ঘিরে উন্মাদনার কমতি নেই। ২০২০ সালের ঠিক ১২ মার্চ পর্দা উঠবে জাপানের রাজধানী টোকিও'তে।
আনুষ্ঠানিক ক্ষণগণনা নিয়ে টোকিওতে আয়োজন করা হয় বর্ণিল আয়োজন। এতে অংশ নেন দেশটির বিভিন্ন অ্যাথলিট। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অলিম্পিক কমিটির কর্মকর্তারা। বর্ণিল ব্যানার-ফেস্টুনের মাধ্যমে প্রচারণায় অংশ নেন সবাই। এছাড়া প্রচারণার অংশ হিসেবে বাসের মধ্যেও রঙিন পোস্টার লাগানো হয়েছে।
অলিম্পিকের প্রচারণার জন্য যা ভ্রমণ করবে বিভিন্ন শহরে। যার মাধ্যমে ২০১১ সালের ভূমিকম্প ও সুনামির ভয়াবহতা এবং সচেতনতা তুলে ধরবে