পাবনার ঈশ্বরদীতে ভটভটি চাপায় পথচারী নিহত | Daily Chandni Bazar পাবনার ঈশ্বরদীতে ভটভটি চাপায় পথচারী নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯ ১৯:৪৫
পাবনার ঈশ্বরদীতে ভটভটি চাপায় পথচারী নিহত
পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ভটভটি চাপায় পথচারী নিহত

পাবনার ঈশ্বরদীতে ইঞ্জিন চালিত ভটভটি চাপায় গনেশ গৌড় (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে শহরের কাচারি পাড়ার মোড়ে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানান, গনেশ রাস্তা অতিক্রম করার সময় ঈশ্বরদী বাজার হতে মালামাল বোঝাই ইঞ্জিন চালিত ভটভটি কাচারি পাড়ার মোড়ে গনেশকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গনেশ নিহত হন। গনেশ পার্শ্ববর্তি পিয়ারাখালি জামতলা এলাকার বাসিন্দা। পেশায় ফুচকা বিক্রেতা গনেশের ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। স্থানীয়রা ভটভটি আটক করলেও চালক পালিয়ে গেছে। ঈশ্বরদী থানা লাশ উদ্ধার করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করছে বলে থানা সুত্র জানায়।