সুন্দরগঞ্জে চেক জালিয়াতি মামলায় পুলিশের তাড়া খেয়ে গাঁ ঢাকা দিয়েছে পৌর মেয়র | Daily Chandni Bazar সুন্দরগঞ্জে চেক জালিয়াতি মামলায় পুলিশের তাড়া খেয়ে গাঁ ঢাকা দিয়েছে পৌর মেয়র | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯ ২২:৪৬
সুন্দরগঞ্জে চেক জালিয়াতি মামলায় পুলিশের তাড়া খেয়ে গাঁ ঢাকা দিয়েছে পৌর মেয়র
ক্বারী মোঃ আবু জায়েদ খাঁন, সুন্দরগঞ্জ,গাইবান্ধা প্রতিনিধি

সুন্দরগঞ্জে চেক জালিয়াতি মামলায় পুলিশের তাড়া খেয়ে গাঁ ঢাকা দিয়েছে পৌর মেয়র

চেক জালিয়াতি মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা মেয়র আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় পুলিশ মেয়রকে গ্রেফতারের জন্য তাড়া করলে গাঁ ঢাকা দিযেছে মেয়র। ঐ মামলার বাদী গাইবান্ধা পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিন মিয়া অভিযোগ করে বলেন, চেক জালিয়াতি মামলায় গত ২ মার্চ ১৫০৩ নং স্মারকে যাহার মামলা সেশস কেস নং ৫৫১/১৮ গ্রেফতারী পরোয়ানা যাওয়ার পরে পুলিশ সুন্দরগঞ্জ মেয়র আব্দুল্লাহ আল মামুন কে গ্রেফতারের জন্য অভিযান চালালে সে গ্রেফতারের ভয়ে গা ঢাকা দিয়েছে। এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা ও সুন্দরগঞ্জ থানার এস.আই মোঃ জসিম বলেন, “মেয়রের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। আমি ওনার মোবাইলে কল দিয়ে ওনার অবস্থান জানতে চাইলে তিনি বলেন, আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি। এরপর আমিও বলেছি যে, ভাই গ্রেফতারী পরোয়ানা আমার হাতে, আমিও কিন্তু আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশেই কাজ করি এবং করব। এরপর মেয়র মামুনের সাথে আমার আর কোন কথা হয়নি। তবে প্যানেল মেয়র পরে বলেছেন, ভাই, যেহেতু টাকা পয়সার ব্যাপার, আগামী ২০ মার্চের মধ্যে এ বিষয়টি নিয়ে ঐ মামলার বাদীর সঙ্গে বসে সবকিছু মিটিয়ে নেবেন।” একই বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এনএম আব্দুস সোবহান বলেন, আমরা যেহেতু ওয়ারেন্ট পেয়েছি, তাকে অবশ্যই গ্রেফতার করবো। মামলায় উল্লেখ করা হয়েছে বাদীর নিকট থেকে মেয়র আব্দুল্লাহ আল মামুনের সাথে  বন্ধুতার সম্পর্ক থাকায় শাহীন মিয়ার  নিকট থেকে দশ লক্ষ টাকা ধার নেন । ধারকৃত দশ লক্ষ টাকার  মধ্যে চার লক্ষ টাকার চেক মেয়র মামলার বাদীকে  দিলে সে ইসলামি ব্যাংক থেকে ওঠায় নেয় । বাকি ছয় লক্ষ টাকার আর একটি চেক পুনরায় দিলে উক্ত চেকের টাকা উত্তোলন করতে গেলে তাহা ডিজঅনার হয় বলে মামলার বাদী জানান।