তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে। প্রার্থীর তালিকা ঘোষণার পর থেকেই তারা নেমে পড়েছেন প্রচারে। জ্যোতিপ্রিয় মল্লিককে সামনে বসিয়ে মধ্যমগ্রামে সাংবাদিকদের সামনে হাজির হলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরাত জাহান। প্রার্থী হওয়ার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
এ সময় নুসরাত প্রথমেই বলেন, সারাজীবন বাড়িতে, কাজের জায়গায় অনেক দায়িত্ব সামলেছি। তাই আশা করি মানুষকে সেবা করার এই দায়িত্বটাও সঠিকভাবে সামলাতে পারবো। এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কী বললেন?’ নুসরাত হাসি মুখে জবাব দেন, ‘বললেন, ‘যাও জিতে এসো।’
আসানসোল কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে নিয়ে ঠাট্টা করেছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তাই নিয়েও এদিন উষ্মা প্রকাশ করেন নুসরাত। মনে করিয়ে দেন, সুচিত্রা সেনের পরিবারের সন্তান মুনমুন, তাকে নিয়ে এভাবে ঠাট্টা করার আগে দু’বার ভাবা উচিত ছিল বাবুলের।
সিনেমাতে তো হিট ফ্লপের অনেক ভয় থাকে, এখানেও তেমন আছে নিশ্চয়ই? নুসরাত বললেন, ‘হ্যাঁ, আছে তো। তবে মানুষ আজ পর্যন্ত আমাকে ভালবাসায় ভরিয়ে দিয়ে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছেন। আশা করি, আমার এই পর্যায়েও মানুষ ভালবাসায় ভরিয়ে দেবেন।’
ভোটে নতুন ইনিংস শুরু হচ্ছে নুসরাতের, তাতে ভয় করছে কিনা জানতে চাওয়ায় নুসরাত জানিয়ে দেন, ‘আমি যখন অভিনয় করতে এসেছিলাম, ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন ছিলাম। লড়াই করে সেখানে নিজের জায়গা করেছি। এখানেও আমি নতুন, কিন্তু জানি, মানুষের ভালোবাসায় নিজের জায়গা তৈরি করে নিতে পারবো।’