তামিমরা বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করে যা বললেন শোয়েব | Daily Chandni Bazar তামিমরা বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করে যা বললেন শোয়েব | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯ ১৮:০৯
তামিমরা বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করে যা বললেন শোয়েব
অনলাইন ডেস্ক

তামিমরা বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করে যা বললেন শোয়েব

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু'টি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৯ জন। বন্দুকধারীর ওই হামলায় আহত হয়েছেন আরো ৩৮ জন। এ হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। 

শুক্রবার স্থানীয় সময় দুপুরে জুম্মার নামাজের সময় হামলার ঘটনা ঘটে। 

বাংলাদেশি ক্রিকেটাররা নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটারি শোয়েক আখতার।

 

টুইটে শোয়েব লিখেছেন, ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ছবি দেখলাম। আমি স্তম্ভিত ও শঙ্কিত। আমরা কি এখন প্রার্থনাস্থলেও নিরাপদ নই? এমন বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানাই। তবে আমি আনন্দিত যে, বাংলাদেশের খেলোয়াড়েরা নিরাপদ আছেন।

ওই মসজিদেই জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামরা। জানা যায়, অজ্ঞাত এক নারীর কল্যাণে এ হামলা থেকে বেঁচে গেলেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। 

হামলার বিষয়ে টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট বলেন, মসজিদ থেকে প্রায় ৫০ গজ দূরে ছিলাম। আমরা খুবই লাকি যে আর ৩-৪ মিনিট আগে গেলেই একটা বড় ধরনের মর্মান্তিক (ম্যাসিভ) ঘটনা ঘটে যেত। 

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তৃতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠে বাংলাদেশ দল অনুশীলন করছিলেন। অনুশীলন শেষে তারা ওই মসজিদে জুমার নামাজ আদায় করতে যান।