মসজিদে হামলা, ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল | Daily Chandni Bazar মসজিদে হামলা, ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯ ১৮:১৪
মসজিদে হামলা, ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল
অনলাইন ডেস্ক

মসজিদে হামলা, ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচটি বাতিল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

শুক্রবার স্থানীয় সময় দুপুরে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছে সেন্ট্রাল মসজিদে বন্দুকধারীদের এলোপাথাড়ি হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় শনিবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচটি সমঝোতার ভিত্তিতে বাতিল ঘোষণা কর হয়। 

বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এই প্রথম নিউজিল্যান্ডে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন বাংলাদেশ ক্রিকেটাররা।

 

হামলার সময় মসজিদটির খুব কাছেই ছিলেন বাংলাদেশ দলের তামিম, মিরাজ, তাইজুলরা। এরপর সেখানকার পথচারীরা ডিনস এভিনিউয়ের দিকে ক্রিকেটারদের যেতে নিষেধ করেন। এতে আতঙ্কিত হয়ে পড়েন তারা। দ্রুত পার্ক ত্যাগ করে অবস্থান নেন হোটেলে