গণহত্যার শিকার হচ্ছে মুসলমানরা, অভিযোগ এরদোয়ানের | Daily Chandni Bazar গণহত্যার শিকার হচ্ছে মুসলমানরা, অভিযোগ এরদোয়ানের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯ ১৯:১৬
গণহত্যার শিকার হচ্ছে মুসলমানরা, অভিযোগ এরদোয়ানের
অনলাইন ডেস্ক

গণহত্যার শিকার হচ্ছে মুসলমানরা, অভিযোগ এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা গুরুত্বহীনভাবে বিবেচনা করছে বিশ্ব। মুসলমানদের যে ব্যক্তিগতভাবে হয়রানি করার ঘটনা ঘটতো, সেটা ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের হত্যাকাণ্ডের মাধ্যমে সীমান্ত ছাড়িয়ে গণহত্যায় রূপ নিয়েছে।

বার্তা সংস্থা এফপির এক প্রতিবেদনে এরদোয়ানকে উদ্ধৃত করে আরো বলা হয়েছে, এখনই যদি পদক্ষেপ নেয়া না হয়, সে ক্ষেত্রে আমাদের আরেকটি বিপর্যয়ের খবর শুনতে হবে।

এরদোয়ান বলেন, আল্লাহ নিশ্চয়ই নিহতদের ক্ষমা করবেন। আহতদের দ্রুত সুস্থতার জন্য সহায়তা প্রয়োজন। এ হামলার ঘটনায় মুসলিম বিশ্বের পক্ষ থেকে নিউজিল্যান্ডের হতাহত নাগরিকদের প্রতি আমি শোক প্রকাশ করছি।

হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান বলেন, সন্ত্রাসবাদ কখনো ধর্ম হতে পারে না। নিহত ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদন জ্ঞাপন করছি।

হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।