'সৌদি আরবে কোনো গোপন বন্দিশালা নেই' | Daily Chandni Bazar 'সৌদি আরবে কোনো গোপন বন্দিশালা নেই' | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯ ১৯:১৮
'সৌদি আরবে কোনো গোপন বন্দিশালা নেই'
অনলাইন ডেস্ক

'সৌদি আরবে কোনো গোপন বন্দিশালা নেই'

সৌদি আরবের মানবাধিকার কমিশনের প্রধান বন্দর বিন মুহাম্মদ আল আইবান বলেছেন, বর্তমানে সৌদি আরব দৃঢ় সংকল্পের সহিত মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। 

তিনি আরো বলেন, পবিত্র দুই মসজিদের জিম্মাদার বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশ এখন টেকসই উন্নয়ন করছে এবং মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে সৌদির সমাজে মূল্যবোধের বিকাশ এবং চর্চায় কাজ করে যাচ্ছে সরকার।

তিনি আরো বলেন, সৌদি আরবে কোনো ধরনের গোপন কারাগার কিংবা বন্দিশিবির নেই। সেই সঙ্গে সৌদিতে গোপনে কাউকে আটক রাখা নিষেধ বলেও মন্তব্য করেন তিনি।

বন্দর বিন মুহাম্মদ আল আইবান এমন এক সময় এ ধরনের মন্তব্য করলেন, যখন সে দেশের মানবাধিকার কর্মীদের আটকের একবছর পর বিচার শুরু হয়েছে। নারী মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যায়। তার পরেও ওই নারীদের বিচার শুরু করেছে দেশটি।