সন্ত্রাসী হামলার আভাস আগেই দিয়েছিল এই সন্ত্রাসী | Daily Chandni Bazar সন্ত্রাসী হামলার আভাস আগেই দিয়েছিল এই সন্ত্রাসী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯ ১৯:২২
সন্ত্রাসী হামলার আভাস আগেই দিয়েছিল এই সন্ত্রাসী
অনলাইন ডেস্ক

সন্ত্রাসী হামলার আভাস আগেই দিয়েছিল এই সন্ত্রাসী

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে এলোপাতাড়ি গুলি চালিয়ে বহু মুসল্লিকে হত্যার ঘটনায় ব্রেনটন ট্যারেন্ট নামে এক অভিযুক্ত আগেই সন্ত্রাসী হামলার আভাস দিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ভয়ঙ্কর এ হামলা চালানোর আগ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

টুইটারে হামলাকারী নিজের পরিচয় দিয়েছেন ব্রেনটন ট্যারেন্ট নামে। তিনি নিউ সাউথ ওয়েলসের গ্রাফটন থেকে এসেছেন। হত্যাকাণ্ড ঘটনার আগে টুইটারে ৮৭ পাতার ইশতেহার আপলোড করেছেন হামলাকারী। এর মাধ্যমে সন্ত্রাসী হামলার আভাস আগেই তিনি দিয়েছিলেন।

অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত সেই ব্রেনটন ট্যারেন্টকে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী বা বর্ণবাদী বলে অভিহিত করছেন অনেকেই।

জুম্মার নামাজের সময় একটি আধা স্বয়ংক্রীয় শর্টগান ও রাইফেল দিয়ে সাউথ আইল্যান্ডে আল নুর মসজিদে অন্তত ৫০টি গুলি ছোড়ে ২৮ বছর বয়সী এই ব্যক্তি। শুধু তাই নয়, এলোপাতাড়ি গুলি করে মানুষ হত্যার সময় মসজিদের ভেতর থেকে সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করেন এই শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী।

হামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত এক নারীসহ চার ব্যক্তিকে কারাগারে আটক রাখা হয়েছে। আটকের সময় তাদের একজন সুইসাইড ভেস্ট পরা অবস্থায় ছিলেন।