ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনা নিন্দনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী | Daily Chandni Bazar ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনা নিন্দনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯ ১৯:৩৩
ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনা নিন্দনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক

ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনা নিন্দনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে যে হামলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এই বর্বরোচিত ঘটনা নিন্দনীয় এবং বিশ্ববাসী এই ঘটনা প্রত্যাশা করে না।’

আজ শুক্রবার (১৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আপনারা জানেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দল আমাদের দেশে আসার আগে আমাদের নিরাপত্তা নিয়ে নানান কথা বলেছিল। আমরা তাদেরকে বলেছিলাম তারা পূর্ণ নিরাপদে থাকবে যেমনভাবে আমাদের ভিআইপিরা থাকেন, সেভাবেই থাকবেন। আমরা সেটা করেছি। কিন্তু নিউজিল্যান্ড কেন সেটা করেনি, তা জানি না।’

তিনি আরো বলেন, ‘সেইখানে কারা কারা গুলিবিদ্ধ হয়েছেন তা আমরা জানি এবং আমরা আরও জানতে চেষ্টা করছি। আমাদের ক্রিকেট টিম সিদ্ধান্ত নিয়েছে, তারা চলে আসবে।’