ক্রাইস্টচার্চে হতাহতদের সহায়তায় একদিনে জমা পড়ল ২২ কোটি টাকা | Daily Chandni Bazar ক্রাইস্টচার্চে হতাহতদের সহায়তায় একদিনে জমা পড়ল ২২ কোটি টাকা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯ ১৫:৪৪
ক্রাইস্টচার্চে হতাহতদের সহায়তায় একদিনে জমা পড়ল ২২ কোটি টাকা
অনলাইন ডেস্ক

ক্রাইস্টচার্চে হতাহতদের সহায়তায় একদিনে জমা পড়ল ২২ কোটি টাকা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্ধুকধারীর হামলার পর হতাহতদের সহায়তায় গত ২৪ ঘণ্টায় ২.৫ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি জমা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২২ কোটি টাকা।

নিউজিল্যান্ড হেরাল্ড অনলাইনের খবর, মসজিদে হামলার ১১ ঘণ্টা পর গত শুক্রবার রাতে নিউজিল্যান্ড কাউন্সিল অফ ভিক্টিম সাপোর্ট গ্রুপ হতাহতদের সহায়তায় পেজ খোলে। 

এর মধ্যে 'গিভ এ লিটল' নামের এক পেজ থেকে এসেছে ১.৬ মিলিয়ন ডলারেরও বেশি। এছাড়া 'লাঞ্চগুড' নামের অপর একটি পেজ থেকে এসেছে ১.১ মিলিয়নেরও বেশি। এসব পেজে হতাহতদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ভালবাসা, সহনশীলতা এবং ঐক্যকে উৎসাহিত করতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

খবরে বলা হয়, ক্যাম্পেইন থেকে উঠা সকল অর্থ নিউজিল্যান্ডের ইসলামিক তথ্য কেন্দ্রের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পরিবারের মধ্যে বণ্টন করা হবে।

প্রসঙ্গত, স্থানীয় সময় গতকাল শুক্রবার জুমার নামাজ চলাকালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদ ও নিকটবর্তী লিনউড মসজিদে বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত হয়েছেন। পৃথক এই দুই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে