'মুসলমানরা শুধু আল্লাহকে ভয় করে, কোন সন্ত্রাসীকে নয়' | Daily Chandni Bazar 'মুসলমানরা শুধু আল্লাহকে ভয় করে, কোন সন্ত্রাসীকে নয়' | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯ ১৬:০৯
'মুসলমানরা শুধু আল্লাহকে ভয় করে, কোন সন্ত্রাসীকে নয়'
অনলাইন ডেস্ক

'মুসলমানরা শুধু আল্লাহকে ভয় করে, কোন সন্ত্রাসীকে নয়'

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৯ জন। ক্রাইস্টচার্চের সবচেয়ে বড় মসজিদ ডিন্স এভিনিউর আল নুর মসজিদে প্রথমে নৃশংস এ হামলা চালানো হয়। পরে আরেক মোটরসাইকেল আরোহী বন্দুকধারী পাশের লিনউড মসজিদে হামলা চালায়। হামলায় আহত অন্তত ৪৮ জন ক্রাইস্টচার্চ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বর্বরোচিত এ সন্ত্রসী হামলায় ৪১ জন নিহত হয়েছেন আল নূর মসজিদে এবং ৭ জন মারা গেছেন লিনউড মসজিদের ঘটনায়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন নিউজিল্যান্ড সফররত তামিম ইকবালসহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড়।

নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চে গেলে আল নূরেই সাধারণত নামাজ পড়েন টাইগাররা। ওয়ানডে সিরিজে দলের সঙ্গে থাকা অবস্থায় সেখানে নামাজ পড়েছেন রুবেল হোসেনও। তবে টেস্ট স্কোয়াডে না থাকায় দেশে ফিরে আসেন তিনি। নারকীয় হামলায় সতীর্থরা বেঁচে যাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন এই টাইগার পেসার।

 

সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে রুবেল লেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সব কিছুর মালিক। এ মসজিদে আমিও নামাজ পড়ে এসেছি। এটা একটা পরিকল্পিত হামলা। মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমাদের ক্রিকেটারদের রক্ষা করেছেন এত বড় একটা দুর্ঘটনা থেকে। যে সমস্ত মুসলমান ভাইয়েরা মারা গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। আমিন।

পরে আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, মনে রাখবেন সারাবিশ্বের মুসলমান ভয় করে একজনকে তিনি হলেন মহান আল্লাহ। তার ভয়ে ভীত মুসলিম উম্মাহ। কোনো সন্ত্রাসীর কাছে নয়