ধারাবাহিক নাটক ‘জলপুত্র‘ | Daily Chandni Bazar ধারাবাহিক নাটক ‘জলপুত্র‘ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯ ১৭:৫৯
ধারাবাহিক নাটক ‘জলপুত্র‘
অনলাইন ডেস্ক

ধারাবাহিক নাটক ‘জলপুত্র‘

দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে হরিশংকর জলদাসের জলপুত্র উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক “জলপুত্র”। নাটকটির চিত্রনাট্য করেছেন মহি মুহাম্মদ এবং  পরিচালনা করেছেন পারভেজ আমিন। 

অভিনয় করেছেন, শহিদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশীষ খন্দকার, রওনক হাসান, রুনা খান, নাদিয়া নদী, মনিরা মিঠু, আহসানুল হক মিনু, মাহামুদুল ইসলাম মিঠু।

কাহিনিতে দেখা যাবে, জলপুত্ররা প্রান্তিক সমাজের বাসিন্দা। এতে স্থান পেয়েছে জেলে জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, ক্ষোভ-অভিমান, প্রেম-ভালোবাসা। জেলে সমাজের বেঁচে থাকার দারুণ সংগ্রাম, অন্তরদ্ধন্ধ এতে প্রকাশিত। প্রান্তিক সমাজের দরিদ্র মানুষের প্রাত্যহিক জীবনের চাওয়া পাওয়াই জলপুত্র। জল ও স্থলে প্রতিনিয়ত যুদ্ধ করে বিরূপ পরিবেশে টিকে থাকতে হয় এসব জেলে বা জলপুত্রদের।

শনি-বৃহস্পতি সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০মিনিটে