ক্রাইস্টচার্চে ২ বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী | Daily Chandni Bazar ক্রাইস্টচার্চে ২ বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯ ১৮:১৬
ক্রাইস্টচার্চে ২ বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক

ক্রাইস্টচার্চে ২ বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশির সংখ্যা দুজন বলে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অন্য একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে জানা যায় তিনি বেঁচে রয়েছেন।

আজ শনিবার ঢাকায় কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডি ক্যাবের এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।

শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক ব্যক্তির ওই হামলায় অন্তত ৪৯ জন নিহত হন, আহত হন অনেকে।

নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি বলে শুক্রবার জানিয়েছিলেন নিউ জিল্যান্ডের অকল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভূঁইয়া।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, তখন তাৎক্ষণিকভাবে প্রবাসী বিভিন্নজনের কথার সূত্র ধরে ওই তথ্য দেওয়া হয়েছিল, এখন দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।