মিমি চক্রবর্তীর বদলে নুসরাত ফারিয়া | Daily Chandni Bazar মিমি চক্রবর্তীর বদলে নুসরাত ফারিয়া | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৯ ১৭:৫৯
মিমি চক্রবর্তীর বদলে নুসরাত ফারিয়া
অনলাইন ডেস্ক

মিমি চক্রবর্তীর বদলে নুসরাত ফারিয়া

কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ‘বিবাহ অভিযান’ নামের নতুন ছবির ঘোষণা দিয়েছে। বিরসা দাশগুপ্তর তারকাবহুল এই ছবিতে অভিনয়ের কথা অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, অনির্বাণ ভট্টাচার্য্য, রুদ্রনীল ঘোষ ও সোহিনী চক্রবর্তীর। কিন্তু মিমি চক্রবর্তী সরে দাঁড়িয়েছেন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের হয়ে যাদবপুর কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। এই মুহূর্তে লোকসভা নির্বাচন ছাড়া আর কিছুই ভাবছেন না। তাই পরিচালককে ‘না’ করে দিয়েছেন। তবে মিমির জন্য অপেক্ষা করতে চান না পরিচালক। অঙ্কুশের বিপরীতে চুক্তিবদ্ধ করে নিলেন বাংলাদেশের নুসরাত ফারিয়াকে। মিমির চরিত্রটিই করবেন ফারিয়া। এর আগে বড় পর্দায় অঙ্কুশের বিপরীতে ‘আশিকি’ ছবি দিয়ে অভিষেক হয়েছিল তাঁর। গতকাল মুঠোফোনে কলকাতা থেকে ফারিয়া বলেন, ‘অনেক দিন ধরে ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে কাজের কথা চলছিল। বেশ কয়েকটি প্রজেক্ট শুরু হয়েও হচ্ছিল না। এবার জট খুলেছে। ছবিটির বিষয়ে আগেই কথা হয়েছিল। তবে চূড়ান্ত হলো গত সপ্তাহে। আমি ২৮ মার্চ থেকে কলকাতায় শুটিংয়ে অংশ নেব। তারকাবহুল ছবিটি দর্শক অবশ্যই পছন্দ করবেন।’ কলকাতায় এর আগে ফারিয়ার ‘বাদশা দ্য ডন’ ও ‘ইন্সপেক্টর নটি.কে’ মুক্তি পেয়েছে।