আপাতত খেলা নয়; পরিবারের সঙ্গে সময় কাটাও : বিসিবি প্রধান | Daily Chandni Bazar আপাতত খেলা নয়; পরিবারের সঙ্গে সময় কাটাও : বিসিবি প্রধান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৯ ১৯:২১
আপাতত খেলা নয়; পরিবারের সঙ্গে সময় কাটাও : বিসিবি প্রধান
অনলাইন ডেস্ক

আপাতত খেলা নয়; পরিবারের সঙ্গে সময় কাটাও : বিসিবি প্রধান

ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। গতকাল রাতে নিরাপদে দেশে ফিরে এসেছেন। কপাল জোরে বেঁচে ফিরলেও তামিম-মুশফিকদের মানসিক অবস্থা খুব ভালোভাবেই বুঝতে পারছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যে কারণে সব কিছু স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আপাতত তাদের ক্রিকেট নিয়ে ভাবতে মানা করে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দিয়েছেন বিসিবি প্রধান।

নিউ জিল্যান্ড থেকে শনিবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের পরামর্শ দিয়ে নাজমুল হাসান পাপন বলেন, 'ওরা যে ভয়াবহ একটা পরিস্থিতির মধ্য দিয়ে এসেছে তা আমি যখন ওদের সাথে কথা বলে বুঝেছি। ঘটনার পর প্রথম থেকেই আমরা সকলে বুঝতে পারছিলাম ওদের ওপর দিয়ে মানসিকভাবে কী যাচ্ছে। তখন থেকেই ওরা আসলে বসে ছিল যে, কখন দেশে ফিরতে পারবে, কত তাড়াতাড়ি। সেজন্য ওরা সারারাত ঘুমাতেও পারেনি।'

বিসিবি প্রধান আরও বলেন, '২২ ঘণ্টার লম্বা একটা জার্নি ...ওরা সকলেই ক্লান্ত। মানসিকভাবে ওদের অনেকেই ভেঙে পড়েছে। এখনও ওদের সবার সাথে কথা বলার সুযোগও হয়নি। আমি শুধু বলেছি, 'যাও, বাসায় যাও। এখন সবকিছু বাদ দিয়ে কিছুদিন ঠাণ্ডা মাথায় নিজেদের মতো করে যেটা ভালো লাগে সেভাবে কয়েকটা দিন কাটাও। সবকিছু ঠাণ্ডা হলে আমাদের সাথে এসে যোগাযোগ করো। খেলাধুলা নিয়ে এই মুহূর্তে চিন্তাভাবনা করতে বলছি না। পরিবারের সাথে সময় কাটাও। আর আমরা আছি। যদি কারো কোনো সহযোগিতা লাগে আমরা আছি।'