ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় চার বাংলাদেশি নিহত | Daily Chandni Bazar ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় চার বাংলাদেশি নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৯ ১৯:৩৮
ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় চার বাংলাদেশি নিহত
অনলাইন ডেস্ক

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় চার বাংলাদেশি নিহত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত চার বাংলাদেশি নিহতের তথ্য পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন- স্থানীয় লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবদুস সামাদ, নারায়ণগঞ্জের মোহাম্মদ উমর ফারুক, চাঁদপুরের মোজাম্মেল হক ও গৃহিণী হোসনে আরা ফরিদ।

নিহত চার বাংলাদেশির তথ্য পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ বিষয়ে আজ রবিবার তিনি গণমাধ্যমকে বলেন, ‘নিউজিল্যান্ড সরকার আমাদের দুজন বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।'

এ প্রসঙ্গে বার্তা সংস্থা ইউএনবিকে প্রতিমন্ত্রী আরো বলেন, বাকি দুজন নিহতের তথ্য আমরা নিশ্চিত হয়েছি সেখানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির লোকজনের মাধ্যমে।

শাহরিয়ার আলম বলেন, নিউজিল্যান্ড সরকার বাংলাদেশকে জানিয়েছে- নিহত প্রত্যেকের পরিবারের একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কাছে তারা মরদেহ হস্তান্তর করবে এবং তারা মরদেহ দেশে ফিরিয়ে আনতে পারবে।

তিনি আরো বলেন, ড. সামাদের পরিবার তাঁকে নিউজিল্যান্ডে কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং নিহতের বড় ছেলে বাংলাদেশ থেকে সেখানে যাবেন।

তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিহতের সংখ্যা ছয়জনও হতে পারে। স্থানীরা ধারণা করছেন নিখোঁজরাও নিহত। 

উল্লেখ্য, গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে সন্ত্রাসী হামলা চালান ব্রেন্টন ট্যারেন্ট নামে এক অস্ট্রেলীয়। এতে এ পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর এ হামালায় আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ।