ঢাকার অদূরে সভারের আশুলিয়া থেকে শুটিং শেষে বাড়ি ফেরার পথে বেড়িবাঁধ এলাকায় ডাকাতের কবলে পড়েছেন অভিনেত্রী রোজী সিদ্দিকী।
রবিবার দিবাগত রাতে রাজধানীর রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা তার কাছে থাকা মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ কস্টিউম এর ব্যাগসহ টাকা পয়সা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে রূপনগর থানায় মামলা করেছেন রোজী সিদ্দিকী। মামলার সত্যতা নিশ্চিত করে থানার ওসি শেখ মো. শাহ আলম জানান, ছিনতাইকারীদেরে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার থেকে জানা যায়, আশুলিয়ায় শুটিং শেষে বাসায় ফেরার পথে রূপনগরের বেড়িবাঁধের পঞ্চবটী এলাকায় পৌঁছলে রোজীকে বহনকারী গাড়িটিতে প্রচণ্ড শব্দ হয়। এ সময় চালক গাড়ি থামিয়ে চাকা পরীক্ষা করতে গেলে চার ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে তাদের ঘিরে ধরে। এবং রোজীর কাছে থাকা টাকা-পয়সা ও স্বর্ণালংকারসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়।