ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবেন না : উ. কোরিয়াকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি | Daily Chandni Bazar ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবেন না : উ. কোরিয়াকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯ ১৯:১৯
ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবেন না : উ. কোরিয়াকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক

ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবেন না : উ. কোরিয়াকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। যখন আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে শান্তি আলোচনায় অচলাবস্থা অব্যাহত রয়েছে তখন তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

এর আগে গত শুক্রবার উত্তর কেরিয়ার একজন কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা স্থগিত রাখা এবং পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার শুরুর বিষয়টি বিবেচনা করছে পিয়ংইয়ং।  

বোল্টন রবিবার সকালে এক রেডিও সাক্ষাৎকারে পিয়ংইয়ংয়ের এ ধারণাকে ভালো কিছু নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, সত্যিই উত্তর কোরিয়ার যা করা উচিত দুঃখজনকভাবে তারা তা করছে না।  

 

রেডিও সাক্ষাৎকারে বোল্টন আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো দু দেশের মধ্যকার আলোচনায় যে অচলাবস্থা দেখা দিয়েছে তা ভাংতে আগ্রহী। তিনি বলেন,  প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার মাধ্যমে সমস্ত হুমকি দূর করতে চান